![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিনি না তবু খুঁজেছি তোমায়,
হয়ত অনেক কষ্ট দিয়েছিলাম
ফোন করে খুব বিরক্ত করেছিলাম।
বলেছিলাম কত আজে বাজে কথা,
পার্কে যেতে রাজি আছ কিনা
বার্তাতে তা জানতেও চেয়েছিলাম।
লোকেরা তোমার ধরে ফেলেছিল সহজেই
কলেজের গেটে দিয়েছিল মার বেজায়।
থাপ্পর খেয়ে গেছিল কানের পর্দা আমার ফেটে
পিটছিল ওরা ধপা ধপ তবু আমায়
প্রাণ ভয়ে তাই চেয়েছি ক্ষমা কান্নায়।
হঠ্যাৎ করেই গেল থেমে সবে
একজন কেউ বলেছে থামতে বোধাহয়,
দেখলাম তাকিয়ে মোটর সাইকেল থামিয়ে
যুবক একটা রয়েছে সামনে দাঁড়িয়ে।
ধীরে ধীরে তাই গেলাম আমি চলে
বলেছিলাম মামাকে, ঔষধ এনে গিয়েছিল দিয়ে রুমে।
না জানি নাম, না জানি ঠিকানা;
না জানি এখনো থাক কোথায় তুমি,
তবুও তোমায় এতটা বছর চলেছি খুঁজে আমি।
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ওহ হ্যাঁ, এইডা তো মাথায় ছিল না। মনে কইরা দেওনের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫
হাসান মাহবুব বলেছেন: ওয়াও কবি! হোয়াট্টা ফ্যান্টাবুলাস কোবতে! তয় ম্যালা দুঃখের। এত দুঃখের কবিতা লিখ্যা আমজনতারে মেন্টাল ট্রমা এ্যাটাকের সম্মুখীন করবেন না প্লিচ