![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মুঠো বাদাম হাতে
রয়েছি দাঁড়িয়ে সদ্য চাষকৃত জমিতে,
খোসা ছাড়ানো বাদাম দেখতে দারুণ!
লাল লাল দানাদার প্রতিটি বাদাম।
চাষ দেওয়া লাইন ধরে এগোলাম
যাচ্ছিলাম আর একটা করে ফেলছিলাম,
অদ্ভুত কোনো মায়া কাজ করছিল।
বুকের অতলেই জীবন আছে বাদামের
সম্পূর্ণ নতুন একটি জীবন,
মাটিতে ডুবে গিয়ে অঙ্কুরোদম হবে
একটি শিশু গাছ বেড়ে উঠবে।
হাঁটতে হাঁটতে লাইনের শেষে প্রান্তে আসলে একবার
পরের লাইনের শুরুতে আসছি আবার,
গায়েতে লাগছে হালকা বাতাসের দোলা
উরছে চুল,সবুজের গন্ধও আছে বাতাসে।
ঝিঁঝিঁ পোকারা সুর দিচ্ছে
অদূরেই একটা গাছ চোখে পড়ছে।
গাছের ছায়ায় তৃপ্তি আছে
শীতল হাওয়া গা জুড়িয়ে দেয়,
ক্লান্তি গুলো চুষে নেয়।
সেজন্যই গাছের দিকে হাঁটছি
ছায়ায় বসে গা জুড়াব ভাবছি।
©somewhere in net ltd.