![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক গুণাবলীই রয়েছে এখনো
হয়নিকে যার অর্জন কেন যেন,
অথচ পরিচিতরা হয়েছে দক্ষ সেসবে
প্রার্থনা আমারো সেভাবেই করতে হবে।
মনে হয় যেন তেমনি করি প্রার্থনা
কিংবা কিভাবে যে কাটাই দিন
ঠিক ঠাক নেই তার জানা।
আমায় যারা করেছেন জ্ঞান প্রদান
তাঁরা মা,বাবা আমার
এবং অনেকেই আরো শিক্ষক,শিক্ষিকাও আছেন।
তাদের প্রতি কৃতজ্ঞ হই এই ভেবে যে,
আমার দুর্বলতা বা পাইনি যেসব আমি
সেসব তো তারাই প্রদান করেন নি
কিংবা শেখায় নি বলে।
তাছাড়া নিশ্চয় এটা স্রষ্টার ইচ্ছাতেই
এবং তা ভাগ্য হতেই চলে।
কিন্তু ভাবনাতেই যখন আবার
করি অনুভব বিরহের মতন
ভাবি তখন যেসব কিছু হয়েছে শেখানো আমাকে
প্রত্যহ তা করতে পেরেও ভাবছি না তাদের।
কিংবা তাদের শূন্যতা পাচ্ছি বলেই লাগছে বিরহ,
প্রকৃত পক্ষে এমন সাধারণ ভাবনাতেই নয় কি দুর্বল প্রার্থনা?
আসলে দুর্বল হওয়াটাই উচিত,
কেননা এতে ভালবাসার সন্তুষ্টি বোধ হয় হবে না।
তাই এখানে, সেখানে বা থাকি যখন যেখানে
অন্য সবার ব্যস্ততার মাঝেও তখনো,
বাস্তবতার সেই চাপ হতে যেতে চেয়ে এড়িয়ে
আপনার গভীরে খুঁজি নিজস্ব বিশ্বস্ততা।
চিরচেনা সেই সন্তুষ্টি ভালবাসার
এবং করি তারি প্রতীক্ষা।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
মাকড়সাঁ বলেছেন: করি তারি প্রতীক্ষা।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
মাকড়সাঁ বলেছেন: করি তারি প্রতীক্ষা।