![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয় দিবস আনন্দের আর বেদনার
সময়ের একই ক্ষণে করি উপভোগ
বিজয়ের শ্বাশত এই উপহার।
সুখে থাকবার দৃঢ় প্রত্যয় নিয়ে
হয়েছিল শুরু যে এগিয়ে চলা,
শত্রুর বাধার সম্মুখে এসে লড়ে
হয়েছে পেরোনো যে কালের বেলা।
সে কালের প্রিয়জন হারানোর বেদনা
এবং বিজয় পাওয়ার চিরাচায়িত আনন্দ,
রয়েছে মিশে হৃদয়ের মাঝে সবার।
জাতীয় পতাকা বিজয়ের প্রতীকেই আঁকা
স্বাধীনতা পাবার স্বপ্ন নিয়ে সৃষ্টি এ পাতাকায়,
আমরণ কেবল স্বাধীনতা পাবার প্রতীক্ষাই ছিল লেখা।
বিজয় পেয়ে তাই হয়েছে অবসান দীর্ঘ প্রতীক্ষার
পেয়েছি আমরা কাঙ্খিত বিজয়ের দেখা।
(০৮:১২পিএম,১৫-১২-২০১৪)
©somewhere in net ltd.