![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন আসা নতুন মুখে প্রথম বলা কথা
বাংলা ভাষার বর্ণমালায় নতুন বর্ণ গাথা,
নতুন দিনের নতুন শুরু ভোলায় সকল ব্যাথা
জীবন পালায় সৃষ্টি করে নতুন কোন প্রথা।
নতুন লেখা বাংলা গানে নতুন মত্ত হওয়া
মধুর সুরে মনের মাঝে নতুন শান্তি পাওয়া,
নতুন আশায় বুকটি বেঁধে নতুন শপথ নেওয়া
ভেঙে বাধা নতুন পথে নতুন এগে যাওয়া।
রাজনীতিতে নতুন কারো নতুন কিছু করা
এভাবেই এই দেশের হাল নতুন করে ধরা,
নতুন এসেই জাতীয় দলে ক্রিকেটে ঝড় তোলা
বিশ্ব মাঝে বাংলাদেশকে নতুন চেনার বেলা।
নতুন পাঠে নতুন ক্লাসে লুকিয়ে থাকা মায়া
শিখতে আসা নতুনদের এক অন্য রকম চাওয়া,
মায়ের হাতের খাবার খেয়ে নিত্য নতুন তৃপ্তি
শক্তি যোগায় নতুন ভাবে করতে নতুন সৃষ্টি।
©somewhere in net ltd.