![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাগালের বাইরে তুমি যৌনতা আমার
পাপাচার তো চাই আমি করতে সাথে তোমার,
যৌনতার সুখে মগ্ন আমরা দুজনে
সবকিছু ভুলে গিয়ে কাটাব জীবন দুজনার।
নব যৌবনের দ্বিধা বা দ্বন্দ থাকবে না তখন
চির অপূর্ব লাগবে আমাদের সেই একত্রের বসবাস।
ভুল বোঝাবুঝি মুক্ত এমন এক বসবাসে হব আসক্ত
যেমন ভাবে থাকে না ভুল বোঝাবুঝি কারোই মিলনে হলে সহবাস।
থাকবে না বেশি আর ক্ষুদ্র যত সুখের চাহিদা
জীবন পাবে তখন পরিপূর্ণ আরামের সুস্থিরতা।
অথচ আজকে যে আমি ভাবলেম এতসব,
তবু সুখ কিন্তু থাকে ঐ একই খানে
আর সেইটেই আজো নাগালের বাইরে এই জীবনে।
২| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যে ভাল লাগা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৫
ধ্রুবক আলো বলেছেন: মোটামুটি লাগলো।