![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কষ্ট হৃদয়ে তোর জমা
অনেক স্বপ্ন হয়নি আজো বোনা,
প্রাপ্তি যেসব হয়েছে জীবনের পাওয়া
সেসব তো খুব অল্প, হাতে গোনা।
এক জীবনের গল্প সুখময় কিনে
পারলে দিতাম সেই জীবন তোকেই এনে।
হয়ত প্রেমের স্বপ্ন চোখে দিয়ে
প্রেমের মিলন পেতে দিতাম বিয়ে,
নতুন বধূর নয়া সুখ ছুয়ে
বাঁচতি প্রেমের রাঙা সুধা পিয়ে।
আমার নামেই নাম মিলিয়ে তখন
থাকতি তুই তেমন আমি ছিলাম বধূ যেমন।
হয়ত আমার নাই পেলে দেখা শেষে
পেতিই দেখতে রূপকথাময় দেশে,
মেঘের চূড়ায় বসে হালকা হাওয়াই ভেসে
তোর কথাই যে বলতাম হেসে হেসে।
স্বপ্ন রাঙ্গা ফুলের মতন-
মুখটি তখন দেখে,
জুড়াত আমার দুই নয়নের
ক্লান্তি অবশেষে।
দুষ্ট ছেলের মজার গল্প বলে
ঘুম পাড়াতাম ঘুম পরী হয়ে।
হয়ত শুধুই তোকে চেয়ে চেয়ে
আমার কাজের বেলা যেত বয়ে।
হয়ত সুখের ঝর্ণা হয়ে নেচে,
তোর মাঝেতেই থাকতাম আমি বেঁচে।
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:২০
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আপনার প্রতিও রইল অনেক অনেক শুভ কামনা এবং শুভেচ্ছা সব সময়।
২| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪০
জুয়েল মিয়াজি বলেছেন: বাহ!
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:২২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্যে ভাললাগা জনবেন, ধন্যবাদ।
৩| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন ভাই। কবিতায় মুগ্ধতা রইল
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা এবং শুভ কামনা রইল সব সময়।
৪| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
৫| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে লেখা
অন্যদের পোস্টও পড়বেন আশা করি
সবার পোস্টে হোক পদচারণা
৬| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮
জুয়েল মিয়াজি বলেছেন: অসাধারণ...
৭| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩
ওমেরা বলেছেন: সুন্দর লিখেছেন ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৩
মৌমুমু বলেছেন: অনেক কষ্ট হৃদয়ে তোমার জমা
অনেক স্বপ্ন হয়নি এখনো বোনা,
প্রাপ্তি যেসব হয়েছে জীবনে পাওয়া
সেসব তো খুব অল্পই হাতে গোনা।
এক জীবনের গল্প সুখের কিনে
পারলে দিতাম জীবন তোমায় এনে।
সুন্দর লিখেছেন। প্রিয় মানুষগুলোর কোন কষ্টই যেন সহ্য হয়না। ইচ্ছে করে হাজার বারনের পরেও তাকে পৃথিবীর সর্বোচ্চ সুখটা এলে দেই সাধ্যের ভেতর।
শুভকামনা রইল।
ভালো থাকবেন ভাইয়া।