![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিসে তেমন ব্যস্ততা নেই,
কেমন একটা নিঃসঙ্গ ভাব
মনটাকে পেতে আজকে আমার
দিয়েছে বদলে আগের স্বভাব।
ফেলে আসা দিন গুলো ভাবাচ্ছে,
স্মৃতিরা আমাকে অতিষ্ঠ করে
হয়তো বা কোন প্রতিশোধ নিতে-
চাচ্ছে, ওরাও জুলম করছে।
হয়ত ঘোরের মধ্যে পড়ে গেছি,
একজন তুমি বা কাল্পনিক -
প্রেমীকাকে খুব বিনয় করছি,
বলছি, আমায় তুমিও বোঝ না?
কেন কাছে আসো না ভালবাস না,
তাহলে তো আর কিছুই হবে না,
আমার কখনো -
বিয়েই হবে না, সুখ মিলবে না ।
হা হা হা, দারুণ মজার তাই না?
এমন মজার সময় কাটছে
তবুও আমার ভাল লাগছে না,
নিজেকে বন্দী বন্দী লাগছে
সবকিছু যেন অচেনা অজানা।
চেনা জানা সুখ গুলো নেই আর,
কোথায় যে সব গিয়েছে হারিয়ে
কেউ তার খোঁজ হয়ত জানে না
ঠিকানা কোথায় বলতে পারে না।
যৌবনে একাকী থাকা কষ্টের,
একারণেই কি কাজে গতি আসে?
সবাই চেষ্টা করে তারাতারি
সঙ্গিনী আর সফলতা পেতে।
আমার কি তবে প্রয়োজন সেই -
সফলতা আর সেই সঙ্গিনী?
হয়তো বা তাই,
একারণেই তো বন্য হয়ে যাই।
আমার বন্যতা হরেক রকম
কান্না হাসির , পড়ার লেখার,
বলার , চলার, দেবার নেবার
ঘুমের, জাগার ইত্যাদি ইত্যাদি।
এর সবি আমি প্রকাশ করেছি
এর সবি হল আপন স্বভাব।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মিথ্যে কথা, কবিতাপাঠে কোন অসুবিধে হচ্ছে না তবে কবিতা নয় কন?
২| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: কবিতা হোক আর গল্পই হোক- আপনার মূল বক্তব্য বুঝতে পেরেছি।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্যে ভাল লাগা জানবেন, আপনার সাথে দুঃখ ভাগা ভাগি হল।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৫৪
চাঁদগাজী বলেছেন:
এটা কি কবিতা, নাকি লেখার সময় লাইন ভেংগে ছোট ছোট লাইনে লিখেছেন?