![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার বল্টু মামা চাঁদে গেলেন ভ্রমণ করতে। সেখানে হাঁটতে হাঁটতে হঠ্যাৎ তার এক বন্ধুর কথা মনে পড়ল, যে তার মেয়েকে চাঁদের টিপ দিয়ে দেবার জন্য ছড়া বলত। তাই বল্টু মামা দেশে ফিরার সময় তার ভাগ্নীর জন্য চাঁদের টিপ কিনে আনলেন। কিন্তু দেশে এলে তার ভাগ্নেও তার কাছে টিপ চাইল। মামা বললেন ছেলেদের টিপ দিতে নেই। একথা শুনে সে কান্না শরু করল। তার পর যখন এই খবর রাজার কানে গেল, তখন রাজা ডেকে পঠালেন সবাইকে। বল্টু মামাকে বললেন চাঁদের টিপের কথা সে কার কাছে শুনেছে। বল্টু মামা বললেন যে তিনি তা তার বন্ধুর কাছে শুনেছে। তখন তার বন্ধুকে ডাকা হল। তাকে রজা বললেন, তুমি ছেলেদের জন্য চাঁদেরকণা থেকে উপহারের ছড়া লিখ। তা না হলে তোমাকে এই পৃথিবী হতে চিরতরে চাঁদে পাঠিয়ে দেওয়া হবে। তখন তিনি ছেলে শিশুদের চাঁদের ছড়া লিখলেন। রাজা খুশি হয়ে সবাইকে পুরষ্কৃত করলেন। তার পর সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হাম্ম্ম্ম....
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: চমৎকার।