![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিকঠাক হচ্ছি তৈরি,
শুনলাম আবার পরীক্ষা নেওয়া হবে।
ফল ভালো হলে স্বস্থি বেশ রবে,
ভালো একটা চাকরি দেওয়া হবে।
দিনকালের হিসাব কষে
যোগ্যতা যাচাই শেষে,
ভালো বেতনের নিশ্চয়তা দিবে।
হচ্ছি তৈরি তাই খুশি মনে;
সুখ বুঝি এসেই গেল জীবনে!
আমার কিছু ভাবতে হবে না গোপনে,
উপযুক্ত সুন্দরীও রবে অপেক্ষায়
গাড়ি-বাড়ি,বিয়ে এবং সংসার
হবে সবি তারাতারিই আমার।
একসাথে এতকিছু পাব
ভাল ভাবে তৈরি না হলে কি হবে?
বাবা বললেন শোনো,
তারাতারি তৈরি হয়ো
ভুল করবে না কোন,
এমন সুযোগ পাবে না আর কখনো।
আমি বই গোছালাম
তার পর কাপড়চোপড়,
শেষে প্রয়োজনীয় যা কিছু লাগে
সব তার নিলাম গুছিয়ে।
মেঘলা দিনের নম্রতাকে ছুঁয়ে
সকাল সকাল রওনা দিয়ে
দূরপথ ধরে চললাম আশা নিয়ে।
শহরে এলাম, পথ চেনা হল
কিন্তু চাকরির কিছু তো হল না!
ডেকেছিল যারা, তারা আড়ালে লুকাল
চাকরির নামে দুয়ারে দুয়ারে
বহু দিন আমায় কাঁদাল।
পথ হারালাম অজানার মাঝে
নিজেকে এখন পাই না সহজে খুঁজে,
স্মৃতিময় দিন স্মরণিকা হয়ে
ব্যথারে আমার ঢাকে।
বাড়ি ফিরে এলে বাবা বসে পাশে
সান্তনা দেয় ছেলেকে ভালোবেসে।
চুপ করে থাকি আমি
এতদিনকার দুঃখ ব্যথা অল্প করে থামি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ, বাস্তবতাকে আড়াল করি নি। সমবেদনা তবু কারো পাই নি।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।