![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কখনো হয় কবিতায় ব্যাধি তার
ভাল লাগা যত যায় সব দূরে সরে,
ছন্দের থাকে না অন্ত মিল কোন
শব্দের ভিতর থাকে শব্দদোষ ভড়ে।
কখনো কখনো মনে খুব কষ্ট হয় তার
আক্ষেপ হয় পুরুষ হয়ে না উঠার জন্য।
কোন নারী নেই তার অস্থির জীবনে
একজন নারী তবু দেয় কষ্ট প্রতি ক্ষণে।
কিন্তু পরিত্রাণ চেয়ে নিয়ে কিংবা
স্পষ্ট অভিযোগ দিয়ে দিলেও কখনো
সমাধান কেউ পারেনিকে দিতে কোন।
সবার মত যৌবন নেই তার,
নারী ছাড়া যৌবনের প্রমাণ হবে কিভাবে?
কঠিন হৃদয় তার গলে না ভালবাসায়
আশায় আশায় তার ঝরে না অশ্রু চোখের,
মনের মায়ায় যদি থামে কভু করতে সুখী কাউকে
আপনাকে রাখে মগ্ন তার মাঝে সুখের তৃপ্তিতে।
এটিই প্রকৃত রূপ তার সকলেই বলে,
নিজের প্রমাণ রাখে সে নারীর গর্ভে
তার পর ভালবেসে যায় দূরে একা চলে।
কিন্তু কোন নারী আজো ডাকেনি নিকটে তাকে!
তবে কি পুরুষ হয়ে বাঁচা তার সম্ভব হবে না,
নারী তার অধিকার কোন দিন কি তাকে দিবে না?
এমন একটা প্রশ্ন বার বার আসে তার মনে,
কাটায় সময় তবু একাকী কষ্টের শনে।
সস্তা নারীর বাজারে সে পারে না যেতে,
তার অভিযোগ থাকে , অনুরোধ থাকে
তাই কেউ তাকে নেয় না নিকটে ডেকে।
কখনো কখনো তার প্রাণ ত্যাগের বাসনা হয়,
চাঁদের দিকে তাকিয়ে অনেক ভাবনা হয়।
সে ভুল কবিতা লিখে উল্লাস করতে থাকে
সে ভুল নারীকে দেখে কামনা করতে থাকে।
কিন্তু জানে না সে সত্যিটাকে,
জাদুকরী নারী অগোচরে তার দুর্বলতায় শূল বিদ্ধ করেছে
তাই হচ্ছে দিতে তার নিরুপায় প্রাণটাকে।
এই পরাজয় তার ঈশ্বরের পারাজয়ের সমান
এই পরাজয় তার জীবন করবে অবসান।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: না পাওয়ার আর্তি, যে পায় তার জয় হয়। শুভেচ্ছা পেয়ে ভাল লেগেছে, আপনার প্রতিও রইল শুভেচ্ছা।
২| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। তবে আবেগটা একটু কম লেগেছে।
কবিতার প্রধান জিনিস হলো আবেগ।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ, অনেকটা যেন আক্রমণাত্মক মনে হচ্ছে। এর পর জিনিসটা মাথায় রাখব। মন্তব্য পেয়ে খুশি হয়েছি, সেদিক থেকে ভাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
নারী পুরুষের সম্পর্কটা ভালোবাসার রহস্যপুর্ণ, যাকে পুরোপুরি বর্ণনা করা কঠিন
২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সম্পূর্ণ একমত।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: এটাকি পরাজয়? নাকি না পাওয়ার আর্তি? থাকনা কিছু আশা,দূর হোক বিষণ্ণতা।
রইল অনন্ত শুভেচ্ছা।