![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ক্লান্ত হলে পরে নিঃশ্বাস নিতে যেমন কষ্ট হয়
তেমনি আমার কষ্ট হচ্ছে কথা বলার সময়।
উচুনিচু পাহাড়ের গায়ে উঠে বেয়ে
এখন আমি পড়েছি ভীষণ হাঁপিয়ে।
পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধতা রয়েছে
তাই সে আমায় মুগ্ধ প্রেমিক করেছে।
চারিদিকে সবুজের মেলা
ছোট বড় নানা গাছে ঘেরা,
কোথাও রাবার গাছ আর চা বাগান
কোথাও বা ঝোপঝাড় আর বন্য প্রাণী ভড়া।
এমন নির্জনে শুধু একা একা প্রেয়সী বিহনে
লাগে না ভাল আমার মনে।
হয়ত কেউ দেয়নি এখনো মনটি তার
কিংবা মনের মানুষ নেই নিকটে আমার।
নিয়তির নির্দয়তা দেখে লাগে না ভাল আমার!
গিয়েছে কবে বয়স বাইশ পেরিয়ে
যৌবন এসে করেছে গ্রাস মন,
ষোড়শী কন্যা প্রেয়সী তবুও হয়নি আমার আপন।
প্রশ্ন জাগে তাই মনে,
দুঃখ সুখের নিঃশেষ হয়ে গেলে পরে
তার পর কি আমায় মেয়েটি ভালবাসবে?
তার বিহনে হৃদয়ে খুব কষ্ট জমে রয়
সুন্দর জীবনটাও তাই নষ্ট মনে হয়।
আমার ভুলেরা সব ছেড়ে চলে যায়,
অথচ সংশোধনের পরেও আবার
ভাল পরিবর্তনের সংরক্ষণ হয় না আমার।
আমার চোখে প্রশান্তি নেই কোন
মনে নেই ভালবাসা কোন,
চোখের নদী গিয়েছে শুকিয়ে চোখেই
প্রেম তরঙ্গে দুচোখ ভাসে না কখনো।
জানি না হৃদয় আজো শূন্য কেন থাকে?
একাকী শূন্যতা খুব কষ্টকর!
তবে কেউ কেউ কিন্তু থাকেই এমন,
যাদের পূর্বে যেখানে ভালবাসা ছিল
পরে থাকে না সেখানে।
কিন্তু আমার জীবনে তাও নেই,
আমার প্রেম হয়নি অথচ প্রেমের নামে ভেঙ্গেছে চঞ্চল মন
হয়নি সুখ অথচ সুখের দায়ে হয়েছে দুঃখী এ জীবন।
একাকীত্বের ধরণ আমার এমন যেন,
কেউ নেই আমার আপন
চির নিঃস্ব ও নিরিহ একটা জীবন।
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:১৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
২| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
০৯ ই মে, ২০১৮ সকাল ৭:৪৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য পেয়ে ভাল লাগছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:০৬
খালেদা শাম্মী বলেছেন: দারুণ লিখেছেন।