![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরবতার ভেতরে ডুবে আছে মন।
ভাবতে গিয়ে তোমাকে পাচ্ছি না ভাবতে,
চিনেছি যে মনে হয়ত তুমিই মোর প্রিয়জন
সে মনেই নেই কোন অধিকার আমার এখন।
তোমার দেওয়া মনটি ছাড়া
আর কিছুই ছিল না আমার আপন,
আমার একাকী একা নিঃসঙ্গ জীবনে-
ছিল বিরহ বেদনা মাখা তোমার সুন্দর মন।
তোমার সবকিছুই বুঝতে পেতাম,
শিহরণ খেলে যাওয়া ভাবনা গুলোকে
কিংবা তোমার ইচ্ছার কাজ গুলোকে, বা-
তোমার স্বপ্ন গুলোও বুঝতে পেতাম।
এই বোঝাবুঝি গুলো সব
অসুন্দর হবার আগের সময়টা-
সত্যিই বেশ দারুণ ছিল।
কিন্তু আমার একটি ভুল সবই বদলে দিল!
মাথায় ভুত চাপলে পরে
জীবনটা নষ্ট হয়ে গেল।
অন্য প্রেমে হন্য হয়ে গিয়ে
ডুবতে গেলাম যেন অসুখীর অভিশাপ নিয়ে।
সুখ হারিয়ে ছোট্ট এ জীবনটা তাই
হয়েছে বুঝি বা এত বেশি অসহায়।
চিন্তার জগতেও হয়তো বা তাই মুক্তি মিলে না,
হৃদয়ের ভালবাসা কোন আলাদা যুক্তি মানে না।
অপরাধের শাস্তির যে চিত্র কল্পনা করি আমি
তার ব্যতিক্রম বুঝি কখনো হবে না।
তাই এই নিরবতা আর নিসঙ্গতা
হয়েছে বন্ধু আমার আজ,
অথচ কেউ একবারো খুঁজে দেখেনি
আসলে আমার কোন প্রেম প্রীতি এখনো হয়নি।
খুব একাকী একলা হয়ে তাই পথ আজো চলি
নিরবতার ভেতরে সাবধানে বসবাস করি।
০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মনের মত করে কথা বলা যাবে । ভাবতেই ভাল লাগে, হৃদয় না থাকলে তা কখনোই পেতাম না।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: দার্শনিক চিন্তার বাহন-মস্তিক, আর কবির অবলম্বন হৃদয়।