![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে প্রেম নেই,নেই প্রিয় কেউ
ভালোবেসে কখনো যেখানে
নেয় না কেউ খবর কোনো,
সেখানে এসেছি আমি তোমার সন্ধানে।
যেখানে প্রেমের মূল্য নেই,
নেই ভাললাগা ভালোবাসা
অথবা স্নেহের কোলে ঘুমানোর ঠাঁই,
সেখানে এসেছি আমি খুঁজতে তোমায়।
এখানে আছে নিঃসঙ্গ দিন,
হৃদয়ের পরাজয় আর
নিয়মের বাধ্যবাধকতা।
এখানে আছে অজস্র ক্লান্তি
খুব রোদ, ঝড় বৃষ্টি আর
যানজট নিয়ে মাথা ব্যথা।
এখানে এই শহরে থাক তুমি একা
প্রেয়সী তোমায় দেয় না কখনো দেখা।
হয়তো খুঁজে পেলে তোমায়
একটা সুন্দর মন দেবো
আর প্রেমের ঠিকানা দেবো-
তোমার সুখের স্বপ্ন পূরণের জন্য।
তোমার শরীরে জমে থাকা
প্রেমহীন শহরের কষ্ট ছিল যত,
সেসব রবে না আর এমন অবিরত;
সবকিছু হয়ে যাবে সে মনের মত।
তোমাকে আমি একটা দীর্ঘ পথ দেবো
নতুন একটা প্রেমের শহর দেবো।
স্রষ্টার অনুগ্রহের জন্য আমি প্রার্থনা করব
সকাল দুপুর সন্ধ্যা, সবটা তোমার করে দেবো।
তুমি সবকিছু আপনার করে নেবে
নতুন শহরে তুমি প্রেমিকার ভালোবাসা হবে।
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সুন্দর মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
২| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা নিবেন।☺☺☺
৩| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮
স্রাঞ্জি সে বলেছেন: বেশ চমৎকার কবিতা ।
৪| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভাললাগা ও শুভেচ্ছা জানবেন
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৪০
এ.এস বাশার বলেছেন: তুমি সবকিছু আপনার করে নেবে
নতুন শহরে তুমি প্রেমিকার ভালবাসা হবে।।
চমৎকার।। ++