![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেটে যায় দিন শুধু একা
নকল মানুষ সেজে তুমি
মনের মন্দিরে দাও দেখা।
বাসনা আমার নিয়ে কেড়ে
বিষাদে জীবন দাও ভরে,
স্নেহহীন হয়ে তাই একা
পথে পথে মরি ঘুরে ঘুরে।
সুখ, প্রেম কিংবা প্রেমিকারে
পাইনি কভু এই জীবনে,
মিছে তবু অপবাদ দিয়ে
বেদনার দ্বার দাও টেনে।
তাই বন্দী জীবনে তখন
একাকীত্বের কষ্টরা করে-
নির্মম মৃত্যুর আয়োজন।
তার পর ভুলে অন্য কথা মনে হয়।
অন্তরে আমার যার ব্যথা
জানিনা কোথায় সে আছেন,
কি কারণে এত দিন ধরে
কষ্টতে আমায় রেখেছেন?
অনুভূতি জুড়ে মায়া ঢেলে
সম্ভাবনা সত্যি করেছেন,
অচেনা হয়েও যেন তিনি
হৃদয় আমার কেড়েছেন।
হয়তো বা তাই কষ্ট এত বিরহের।
কিছুই আর পারিনা যেন,
চির অপূর্ণতা মনে হয় জীবনের।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একমত আপনার সাথে। মন্তব্য পেয়ে ভাল লাগছে, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
সাঈদ হাসান আকাশ বলেছেন: অনেক ভাল লাগলো
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে আমারও ভাল লাগছে অনেক। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লাগছে,অনেক অনেক ভাললাগা ও শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
বিজন রয় বলেছেন: নকল কে চিনতে পারে সেই হলো আসল মানুষ।
ভাল কবিতা।