![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘে ঢাকা চাঁদ থাকে ঝুলে
নিরবে কাটায় কিছুক্ষণ,
রাত্রির স্তব্ধতা করে গাঢ়
জোনাকিরা নেয় কেড়ে মন।
আমার শূন্যতা যায় ডুবে
দেয় প্রশান্তি উজার করে,
অজানা প্রেমের মায়া মাঝে
দেয় সে বুঝতে আপনারে।
মনে হয় কত চেনা
কত না প্রিয় সে প্রিয়জন,
ভালোবেসে পেতে কাছে
আনচান করে তাই মন।
দূরের মেঘ পাহাড়ে বসে
কে যেন ডাকে কাছে আমায়,
চায় দিতে বলে কানে কানে
কতটা বাসি ভালো তোমায়।
ভাবনায় যাই পড়ে,
হয়তো খুঁজি না ততটা নিষেধ বলে
কিন্তু পারি না থাকতে ভুলে।
তাই ভাবনায় যাই পড়ে।
স্তব্ধ এই নির্জন আঁধারে
রাতের কুয়াশা মেশা হাওয়া যখন আমার
বুকের ঊষ্ণতা গুলো যায় নিয়ে কেড়ে,
তখন খুব অভাব বোধ হয় এ ভালোবাসার।
তবু পারি না জানতে,
কেবল হয় মানতে এ প্রেম সত্যিকারের।
বাস্তবতার কষ্টের মধ্যে
যে অভিমান রয় লুকিয়ে
তারও কিছু সত্যতা থাকে।
কেউ বলে মিথ্যে আর-
কেউ থাকেন সত্যতে অবিচল।
তাই কেবল ভুলের দায়
হবে না দিলে শুধু তোমায়।
তবুও হয় মানতে সবকিছু!
এমন একাকীত্ব আসায়
অভিজ্ঞতার হয় সঞ্চার,
জীবনের বিজ্ঞাপনে আনে
সম্ভাবনার জোয়ার।
২| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানবেন। মন্তব্য পেয়ে ভাল লেগেছে।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্যে ভাললাগা জানবেন। ধন্যবাদ।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লেগেছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কত না প্রিয় সে প্রিয়জন,

ভালবেসে পেতে কাছে
আনচান করে তাই মন।
.....................................................................
ভালবাসা অবিরত, আমার ও মন তাই চায়, কবিতায় ++