![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবকাশ যাপনের জন্য আমাদের শহরে সুন্দর সুন্দর কিছু পার্ক আছে। সবুজে ঢাকা এসব পার্কে নানান বয়সের মানুষ আসেন সময় কাটাতে। অল্প বয়সী ছেলেমেয়েরাও আসে। ওদের জন্য রয়েছে খেলার স্থান। বড়দের হেঁটে বেড়ানোর জায়গা আর আছে ব্যায়ামাগার। সুইমিংপুল সুবিধা থাকায় সাঁতার শিখতেও সুবিধে হয়। এখানে অনেক প্রেমিক প্রেমিকাও আসে সময় কাটাতে। বড় বড় ছাতার নিচে কিংবা বকুল তলায় একসাথে বসে থাকেন তারা। হাসাহাসি করে, গল্প করে। একে অপরকে চুমু দেয়। অনেক অনেক প্রেম করে। তাই দেখে গাছেদের প্রেম করবার ইচ্ছা জাগে। শুনেছি যবে থেকে জগদীশচন্দ্র গাছেরও প্রাণ আছে আবিষ্কার করেছেন তবে থেকেই গাছেদেরও প্রেম করবার ইচ্ছে জেগেছে। অবশ্য পবিত্র গ্রন্থে অনেক আগেই এসম্পর্কিত জ্ঞান দান করা হয়েছিল, কিন্তু সবাই জানতেন না। সবুজ ছায়ায় বসে প্রেমিক প্রেমিকারা একে অপরকে জড়িয়ে ধরে, হাত চেপে ধরে, মিষ্টি করে কথা বলে। এসবকিছুই খুব ভাল করে লক্ষ্য করে গাছেরা। গাছেদেরও মন আছে, গাছেরাও চায় একে অপরের সাথে প্রেম করতে। কিন্তু পারে না। কারণ গাছ একে অপরের কাছে যেতেই পারে না। গাছেদের এই না পাওয়ার কষ্ট কেউ প্রত্যক্ষ করে না। সবাই কেবল নিজেদের নিয়েই মেতে থাকে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ, সত্যিই সুন্দর!
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৬
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের সবচেয়ে সুন্দর পার্ক হলো রমনা পার্ক।