![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়ে হয় পরিচয়,
লেখক নবীব হলেও তখন
জনপ্রিয়তা ছিল না কম!
প্রতিটি গল্পেই ছিল অসাধারণত্ব।
অমূল প্রভুত্ব নয়,
লেখকের ছিল ভিন্ন বিশেষত্ব।
ছোটদের আমোদ জোগানো,
বড়দের প্রলুব্ধ করানো,
রজোগুণী সাধুর মতো
মুগ্ধতা ছিল লেখায় তার।
আমি মাঝে মাঝে পড়তাম
আর অকাজের তালিম নিতাম।
বিদেশী সিনেমা ছেড়ে,
মায়ের শাসন ভুলে,
সারাক্ষন গল্প নিয়ে থাকতাম।
লেখক জানতো না সেসব,
তবে লেখা আসতো প্রত্যহ
তীব্র আকর্ষণ তার সযত্নে আমায়
অবকাশের বায়না ধরে বন্দী বানিয়ে রাখত।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্যে ভাল লাগা জানবেন। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা নিবেন।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লেগেছে। শুভেচ্ছা ও স্বাগতম।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা।