![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুষ্টু খুকু মিষ্টি করে হাসে
মিষ্টি খুকু কাছে এসে বসে।
দাঁত মাজে রোজ ভোর হলে
বই পড়ে খুকু মান ভুলে।
খুকু পারে নানা খেলাধুলা
গান শুনে তার কাটে বেলা।
স্কুলে আছে তার বন্ধু মিতা
তার চুলে খুকু বাঁধে ফিতা।
মনে আছে তার মেলা ব্যথা
একা একা খুকু বলে কথা।
দেখে খুকু নদী ও আকাশ
ভাবে খুকু কেন সে প্রবাস?
দুঃখ খুকুর হয় না শেষ
তার প্রিয় খুব বাংলাদেশ।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭
নজসু বলেছেন:
খুব মিষ্টি লাগলো।