![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ হবার স্বপ্ন ছিল মনে,
বালক থেকে পুরুষ হয়ে উঠবার স্বপ্ন।
সেই প্রথম যখন-
বালক থেকে পুরুষ হয়ে উঠতে চেয়েছিলাম,
তখন প্রেমের গন্ধ ছিল হৃদয়ের কোণে।
স্বেচ্ছায় প্রেম প্রস্তাব করা পুরুষের ধর্ম,
আমিও তাই স্বেচ্ছায় প্রেম প্রস্তাব করেছিলাম।
শ্রদ্ধেয়ারা শুনেছিল বোধহয় ,
সেদিন আমি প্রস্তুত হয়েই ছিলাম।
কিন্তু ভালবাসা তাকে হয়নি কখনো,
হয়নি নির্জনে হাত ধরে কাছে আসা।
কেন না এই ধারণা তাদের স্পষ্ট হবার পর
সত্যিকারের প্রেমকে আমার খুঁজে পেয়েছিলাম।
সত্যিকারের প্রেম তবুও
পুরুষ হয়ে উঠতে পারিনি কখনো!
কারণ অদেখা প্রেম হয় এমনই,
ধরা যায় না, ছোঁয়া যায় না,
পুরুষ হওয়াও তাই সম্ভব হয় না ।
দারুণ একটি বাই সাইকেল ছিল,
তারুণ্যের গতি ছিল প্রাণে।
সোহানা শারমিন ম্যাডাম,
জীববিজ্ঞানের ক্লাসে রহস্য বোঝাতো
কিন্তু পুরুষ হবার বয়স কত তা-
পড়াননি কখনোই।
বন্ধুরা অনেকে বিয়ে করে আজ পুরুষ হয়েছে,
কিন্তু আমায় ভাবেনি কখনো কেউই।
তবুও স্বপ্ন আছে আমার
স্বপ্ন পূরণের জন্য স্বপ্ন।
একটি পুরুষ হয়ে উঠবার স্বপ্ন।
২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সম্পূর্ণ একমত।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পুরুষ হওয়া আসলেই কঠিন।
কবিতায় ভালো লাগা।
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লেগেছে। আপনার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬
নীল আকাশ বলেছেন: প্রেমিকার প্রেমের আহবানে-
সব কিশোর হয়ত হয়ে উঠত যুবক
কোথাও পাওয়া যেত না হৃদয় পোড়া ঘ্রান!
অবুঝ স্বপ্নগুলিকে আঁকতে চাইতো যথেচ্ছা
নাপাওয়া গুলিকে তাড়িয়ে দিত সহজলভ্যতার তুড়িতে
হৃদয়ের রঙতুলি নিয়ে খেলত দিবানিশী
নিকোটিনের গন্ধ হারিয়ে যেত
চিরচেনা প্রেমের অচেনা ঘ্রানে.....
প্রেমিকার ছাড়া পুরুষ হয়ে উঠে কি লাভ বলুন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রেমীকা ছাড়া! হে পুরুষ আপনি বলেই দেখুন না আগে সেই নারী এক্সেপ্ট করে কিনা আপনাকে। পুরুষ তো বলে এবং করে যা তার পুরুষত্বে রয়েছে। নারী তো তা নয়। নারী প্রেমীকা হয় যখন সে প্রেমীক পায়। কিন্তু আমি বলেছি কি তাই? প্রেমীকা নারী হয় যখন সে পুরুষ পায়। আমি বলেছি সেই পুরুষকে। ধন্যবাদ, প্রথম মন্তব্যে ভাল লাগা জানবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০
রাজীব নুর বলেছেন: সত্যিকার পুরুষ হয়ে ওঠাই কঠিন।