![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবুঝ মনের সন্ধ্যে গুলো
কষ্টের নীল হৃদয়ে মাখে,
ঝড়তি-পড়তি কষ্ট সব
ভরিয়ে পথ সন্ধ্যার রাখে।
যুগ যুগ ধরে শত নিঃশেষ কষ্টের
তাজা তাজা ক্ষত আছে যে নিঃস্ব অন্তরে,
সেখানে তোমার ইচ্ছে ও ভালোবাসার
আহ্লাদী মন নিরবে অকারণ ব্যর্থ খেলা করে।
জানি না কেন তোমার এমন আমার
অনর্থ জীবন ভাল লাগে,
নেই ঘরদোর কোন, নেই সুখ জেনেও তবুও
মাঝেই আমার সুপ্ত ইচ্ছে জাগে।
রঙ্গিন জীবন যদি ছুঁয়ে
বাসনার সব গুলো ফূর্তি দিতে এনে,
তবুও না হয় ভেজাতাম দুটি চোখ
শুধুই তোমার স্বপ্ন বেসে ভালো মনে।
কিন্তু তা তো করবে না কভু
চলবে না শুধু ভাঙ্গা এ হাতটি ধরে,
দেবে ফেলে কষ্টে অনাদরে
রাখবে আমায় জনম জনম দূরে।
দিয়ে মনে শত বর্ণ তোমার মনের
চাওয়ার আমার সবটা পূরণ করে,
দিবে সরে দূরে নষ্ট অভিলাষে
নিরবে আমায় নিঃস্ব সবচেয়ে করে।
কি আছে এই নিরীহ দেহের আমার!
কতটাই আর কষ্ট রয়েছে দিবার?
দুখে’র একটু মুক্তি নাই বা জানলে
দিও সাড়া শুধু মিষ্টি তোমায় ডাকলে।
আমার তো এই পূর্ণ ব্যথার হৃদয়,
যতসামান্য কষ্টে কি যায় আসে-
ছিন্ন মনের সন্ধ্যায় মোড়া চারপাশে।
বাতাসে হয়তো স্বপ্ন ছিল
ঝরেছিল তাই কষ্ট গুলো,
এখন সেই আবার রাত্রি হয়ে গেছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: শুভ সন্ধ্যা। মন্তব্য পেয়ে অনেক খুশি হয়েছি।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।