![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে তোমার মনোযোগ আছে
আছে প্রশান্তি ও সুখের জীবন,
সেখানেই থাকবে আপন হয়ে
আজীবন মেটাবে তোমার প্রয়োজন।
ইতিহাস পড়লে দেখবে,
সবুজের আড়ালে সুখের গ্রাম,
তার পর মাঠ আর-
মাঠের পর নদীতে মুগ্ধ সৌন্দর্যের বান।
হয়তো কোথাও সেখানেই পাবে খুঁজে
শৈশবের বর্ণনায় শিশুটির নাম।
শিশুটির মুগ্ধ দুটি চোখে ছিল কবি
ফেলে রাখা আছে তার ছবি।
মতভেদের তখন পৃষ্ঠা থাকলে উল্টাতে
আংকেলের অবয়ব প্রসূত ভয়ের
ক্ষত চিহ্ন পাবে দেখতে সেখানে।
আর পাবে শারীরিক ও মানুষিক আঘাতে-
বিবর্ণ হওয়া শৈশব।
যৌবনেও পাবে তার মনে
নির্যাতনের অনুরূপ প্রভাব।
অশরীরী প্রিয়জন দৃষ্টির আড়ালে
দিয়েছে তাকে হৃদয় হারা দুখের স্বভাব।
দুটি নির্যাতনের মাঝেই
গভীর একটা মিল পাবে তুমি খুঁজে।
পেয়েছি আমিও,
কেননা জানি আমিও ইতিহাস
এবং ইতিহাস ভালবাসি।
যেদিন তুমিও এভাবে ভালোবাসবে,
সেদিন প্রেমকে তুমি
সত্যিকারের আপন করে পাবে।
তখন মানবে গোপনে কিভাবে
মনের ঐ চোখ দিয়ে রেখে মনে
কাউকে আপন তোমার স্বভাবে
যুগ যুগ ধরে যায় রাখা ধরে প্রাণে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হুম, এটা অলিখিত ইতিহাস। বই পুস্তকে নেই। তাই অন্য কেউ জানতে পারবে না। শুধু যে জানবেন....
তাকেই বলেছি।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২
হাবিব বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লাগছে অনেক। একাকী করছি সেই ভাল লাগার অনুভব। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম, এটা অলিখিত ইতিহাস। বই পুস্তকে নেই। তাই অন্য কেউ জানতে পারবে না। শুধু যে জানবেন....
তাকেই বলেছি।
ভালো থাকুন।
১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:২২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ☺
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা।