![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা নেই আমার, নেই কণ্ঠে মা ডাকটি,
শৈশবের পা-পা হাঁটি হাঁটি-
কৈশোরের দুরন্ত স্বভাবে আসতে না আসতেই,
হারিয়েছে মা জীবন পরিপাটি।
খুব অল্প কিছুদিন তার পর,
মাটির অতলে হলো তার ঘর।
তাই মা নেই আমার,
মায়ের জন্য আসে আমার কান্না।
কান্না তবুও কান্নার রূপ চেনা,
মনের আমার নেই জানা।
হয়তো অনেক ছোট্ট এই মনে
অদৃশ্য কষ্টের কণা রয়েছে সাজাতে মানা।
আমার যৌবনে তার দোয়া রইবে না,
বইবে না সুখের বাতাস
কিংবা পাব না মনে সান্তনা।
প্রাণের মাঝে মনের চিরচেনা রূপ থাকবে না,
থাকবে শুধু সত্যের প্রয়োজনে
আনমনে আজীবন বেঁচে থাকার কামনা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আমিও ফিরবার অপেক্ষায় আছি।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭
রাজীব নুর বলেছেন: মা নেই একথাটা ভাবতেই পারি না।
১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:২১
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হুম..
কিন্তু আমার মা ইহলৌকিক জীবন ত্যাগ করেছেন ২০০৯ সালে।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৪
মাহমুদুর রহমান বলেছেন: পৃথিবীতে আমরা সকলেই মুসাফির।আমাদের আসল গন্তব্যে একদিন না একদিন ফিরতেই হবে।