![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ দিনে পড়ে মনে তোমার
প্রথম তরুণী দিনের বাসনা,
গভীর প্রেমের প্রকৃত অভাবে
নিস্প্রভ মনের প্রান্ত বেলার কামনা।
নতুন শাড়ী পড়ার বয়সের মাঝে
গোপন প্রেমের অভিলাষে পেয়ে নারী ধর্ম,
প্রকাশিত করে দিয়েছ জানিয়ে
প্রেম ছোঁয়া মনে অনিবার প্রণয়ের গূঢ় মর্ম।
একান্ত যে আপন খুব কাছের
পারেনি সেও জানতে তার-
মনের অজান্তে কঠিন কতটা
ভালোবাসা হয়েছে তোমার।
এই বুঝি প্রবল চঞ্চল প্রেমিকার মন,
হৃদয়ের ভালোবাসা দেয় সে বিলিয়ে আজীবন।
ভ্রমণ বিলাসী পুরুষ যেমন
পায় জীবনের স্বাদ ঘুরে ঘুরে,
তেমনি গোপনে নাও স্বাদ তুমি
ভালোবাসা দিয়ে তবু থেকে বহু দূরে।
নেই ভয় হারাবার সে ভালোবাসার
কিন্তু তবুও যখন মন খারাপের দিনে
আসে মন খারাপের কষ্ট,
মনে পড়ে তখন তোমার তরুণী মনটা স্পষ্ট।
যেখানে প্রাণের ভালোবাসা গুলো
উজ্জ্বল স্মৃতির স্পর্শে করে কষ্টের বিনষ্ট।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বেঁচে আছি এই ভালবেসে।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:২৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৯
মাহমুদুর রহমান বলেছেন: আহারে।