![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের মুগ্ধতা থাকে ডুবে
দারুণ অবসরের রাতে জ্যোৎস্নার ভেতরে,
কিংবা খোলা আকাশের এবং বাতাসের
মুগ্ধ করা স্পর্শের ভেতরে।
রয়েছে জোনাক জ্বলা রাতের ভেতরেও মুগ্ধতা।
দল বেঁধে আসা জোনাকিরা
রাত্রি রাঙা সবুজের পতায় পতায়
ছড়ায় মুগ্ধতা তাদের হৃদয় কাড়া।
তাই মুগ্ধ করা রাতে,
আমার অদেখা দেহের প্রেমিকা এই মনে
দেয় ভালোবাসা তার গভীর গোপনে।
একা থাকি তাই করে সে প্রশ্ন আমায়,
বলে, আচ্ছা কবে তুমি শেষ বার
জোনাক জ্বলা এমন দারুণ রাত দেখেছ?
মনে প্রেমের ঠাঁই দিয়েছ
কিংবা আমায় ভেবে সময় কাটিয়েছ?
কোন উত্তর দিই না আমি,
কেননা আমার ভালোবাসার অনুভূতির মাঝে
অফুরন্ত সৌন্দর্য তার রয়েছে,
কিন্তু নেই সে আমার কাছে।
কখনোই আসেনি সে খুব কাছে,
তাই তার মনের ভেতরে বসে
দিই না কোন উত্তর আমি।
কারণ হয়তো অদেখার আমাদের
ভাগ্যের উন্নতি সকলের অজানার।
কিংবা হয়তো মনটা আমাদের
সময়ের এক অজানা সমীকরণ,
আমার কাছে তাই অদ্ভুত খুব লাগে তার মন।
২| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সহজ সরল মন্তব্যে আন্তরিক ভাল লাগা জানবেন। ধন্যবাদ।
৩| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:০১
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
৪| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:১২
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:০৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: যাকে ভালো লাগে, তাঁর মন অবশ্যই সুন্দর লাগার কথা। যদিও দেখি না, তবুও অনুভূতি বুঝি। চমতকার ভাই।।