![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের ঘন নীল
সূর্যের ঐ ঝিলমিল
নদীতে নদীর ঢেউ
সবুজের মাঝে মিল ।
শিশুদের ছোটাছুটি
বড়দের আড্ডা
চিঁচিঁ চুপিচুপি
মুরগির বাচ্চা।
বিড়ালছানা ধরতে মানা
হরিণ শাবক লক্ষ্মীসোনা
বাচ্চা কুকুর ঘুমায় শুধু
লাফিয়ে চলে ছাগলছানা।
পাখিদের সব কণ্ঠে জাদু
নতুন ফুলে নতুন মধু
সৃষ্টি জুড়ে মুগ্ধ মায়া
দৃষ্টি আমার শীতল হাওয়া।
২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ। প্রথম মন্তব্য প্রায় সবগুলোই আপনার পাই।
২| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:১৬
আকতার আর হোসাইন বলেছেন: ভাল ছিল।
২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪০
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লেগেছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা।
৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৩:০৯
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪০
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৩:২৯
ল বলেছেন: নদীতে নদীর ঢেউ --- বুঝতে পারি নাই
নদীতে জলের ঢেউ!!
ধন্যবাদ প্রিয়
২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বাতাসে সবুজেরা নদীর মতো ঢেউ খেলে।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।