![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরবতা অনেক দিনের
তাই এই বিষন্ন মনের
অধিকার ফিরে পাবার ইচ্ছে ভীষণ।
যাক ভেঙে দেয়াল বাধার
কারণ খুব ইচ্ছে আমার
পারি যেন হতে তোমার শুধু আপন।
মন ভাঙা সব কষ্ট ভুলে
মনের বন্ধ দুয়ার খুলে
প্রেমের ছোঁয়ায় দাও গো রাঙিয়ে জীবন।
বাসনা সব জাগিয়ে তুলে
পূরণ ইচ্ছে করার ছলে
আমায় তোমার স্পর্শ দাও যা গোপন।
হয়তো হবে নিন্দে সবার
কিন্তু তবু রইব তোমার
গড়বো দুজন ছোট্ট সুখের বাসর।
হারানো দিন এনে আবার
করবো মোরা সুখে সংসার
থাকবে সেথায় হয়ে আমার দোসর।
২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল সুন্দর মন্তব্যের জন্য।
২| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।
২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ।
৩| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:১১
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৬
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর।