![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার কেন এখন এসেছি ফিরে জানতে চাও?
মনেকর এমনি বা হয়তো একটি ছায়া ছিলো পড়ে,
অথবা একটি চুল কিংবা কয়েকটি ঘুম পড়েছিল,
তা না হলে মৃত মশার শরীরে কোথাও রক্ত আমার মিশেছিল।
তাই এসেছি আবার ফিরে জননীর আশিরবাদ ফেলে
জীবন্ত কবিতা এবং নারীত্বের বন্ধন হারিয়ে,
প্রেমিকার ছদ্মবেশে যারা নিয়েছিল কেড়ে তোমাতে হতে আমাকে
তাদের যন্ত্রণা ছুঁয়ে।
কিন্তু দেখলাম এসে নষ্ট সমাজের মাঝে
হয়েছ বদ্ধ তোমরা,
করেছে বাধ্য সমাজ তোমাদের সব কাজে।
সত্যি করে বলো যদি তুমিই চাও প্রথমে কাছে
এবং আমার ভালোবাসার স্বপ্ন হও তুমি,
ওরা তবে কোন অধিকার চায় আদায় করতে?
আজকে তাই কষ্টরা কাঁদাল আমায় খুব,
বোধায় আর কখনো পারবে না এভাবে কাঁদাতে।
কেননা কষ্টের ঘায়ে প্রিয়জনদের যতই হারিয়েছি ফেলে
হয়েছি কঠিন তত, যা ওরা পারেনি হতে।
হয়তো বা তাই স্রষ্টা ভালবেসে
পাঠিয়েছেন আমায় নিকটে তোমাকে পেতে।
এখনো কি বুঝতে পারনি-
আমার ভালোবাসার তুমি,
যেখানে স্পষ্ট কারণ আছে।
আমার বাবাকে দেখো এবং আমার মাকেও দেখো,
দেখলেই বুঝবে আমাকে।
পিতার কাছে মাতার কিংবা মাতার কাছে পিতার
চাহিদা ছিলো অপূর্ণ।
মাতৃবিয়োগের পর যখন তাই আমার
বোধোদয় ঘটেছিল, তখন আবার আমাকেই নিয়ে
কার যে বাধ সাধলো,
সবকিছু উল্টো করে কষ্ট পেতে দিলো।
অনুরাগের ফুলটি পাল্টিয়ে গোপনে
ঘটালেন পরিবর্তন আমার নবীন মনে।
তাই এই অনুরোধ আমার গোপনে
ভালো যদি নাই বাস তবু করো না অপরাধী সবটা জেনে।
২৭ শে মার্চ, ২০১৯ রাত ১:১৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল প্রানবন্ত।
২৭ শে মার্চ, ২০১৯ রাত ১:১৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।