![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শয়নে গেলেই কান্না আবেগে আসবে
না জানি তখন কত কি মনে পড়বে,
অশ্রুতে ভিজতে হবে, বালিশ ভিজবে,
রইবে যত অন্তরে কাঁদবো বেশি তত নিরবে।
হারাবে ঘুম আমার হয়তো বা কোন অসুস্থের মতো,
কিংবা কারাগারে থাকা যাবজ্জীবন সাঁজা প্রাপ্তের মতো,
অথবা শত্রুর ঘায়ে আহত হওয়া যোদ্ধার মতো,
অথচ কিছুই তবু জানবো না কারণ এসব ঘটবার।
তবু্ও আমার বিছানায় যেতে হয়
তাই মনে হয় শুধু কাটছে নির্ঘুম প্রতিটি সময়।
কারণ ঘুম রয়েছে আমার ভালবাসার ঘরে
কিন্তু ভালবাসা সব রয়েছে অনেক দূরে।
নিশ্চুপ তখন থাকে শুয়ে মন
আবেগের অশ্রুসিক্ত হয়ে।
কেননা কিছুই থাকে না আমার করবার
আমাতেই নেই আর আপন মনের অধিকার।
তাই হয় প্রয়োজন প্রকৃত ভালবাসার
কারণ তা ছাড়া সুখী অনুভব হয় না আমার।
মাঝে মাঝে তাই হয় বিদ্রোহ মনেতে,
হৃদয়ে দেখি যখন ভালবাসা নেই কোন
শুধুই একলা মন রঙ্গের মাঝারে যেন
অসহায় আছে হয়ে।
তখন ভালোবাসাহীন হওয়ার ভীষণ কষ্ট হয়,
হৃদয়ে আড়াল রয় নিস্তব্ধতা আর ভালোবাসাহীন কষ্ট।
০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৮:১৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ। প্রথমে যে ভালবাসা গভীর গোপনে প্রশান্তির একমাত্র কারণ ছিলো তাই হয়তো বা এমন ভালবাসাহীন কষ্ট পারে দিতে। যারা
ভাল থাকার জন্য নিজের মনে ভাবতে হয় যারা সীমালঙ্ঘন করে তাঁদের এমনই কষ্ট হয়।
২| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: এটা তো মন খারাপ করেয়া কবিতা।
আনন্দময় কবিতা লিখুন।
০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ, অপেক্ষা করছি।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
হাবিব বলেছেন: ভালোবাসাহীন হলে কেমন লাগে তা জানিনা কিন্তু অবহেলা ভয়ংকর কষ্টদায়ক তা ঢের বুঝতে পারি