![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ এখন যন্ত্রের মতো প্রাণহীন
চলছে এগিয়ে তবু এভাবেই দিন দিন।
বাড়ছে ব্যস্ততা অর্থহীন সব কাজে
তাইতো সহজে হচ্ছে ক্ষমতা বিলীন।
মানুষেরা হয়তো বা ঘুমায় না রাত্তিরে এখন
ঘুমের বদলে চায় করতে দখল মন।
শূন্যতা যাচ্ছেই বেড়ে করে তিল তিল
তবুও নবীন মনে হচ্ছে খুব মিল।
দেশে এখন অভাব খুব বনানীর
সবুজ মাঠের পানে তাই টানছে মন বুদ্ধিজীবীর।
প্রকৃতির অপরূপ দৃশ্য গুলো সব
গোপনে গোপনে যাচ্ছে অকালে হারিয়ে,
দৃষ্টি জুড়িয়ে দেওয়ার মতো সৌন্দর্য নেই তাদের আর।
দেশে এখন শীর্ষস্থানীয় ব্লগ গুলো
হচ্ছে ব্ন্ধ সহসা আবার,
ঘটছে বিজয় মিথ্যা এবং কুশিক্ষার।
সাহিত্যের তুলনায় তেলবাজি করছে বেশি সবাই,
নিয়তির সাথে তাই হচ্ছে অসহায় রুবি রায়।
০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লেগেছে। আপনার প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা।
২| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা;।
১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:১৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ। মন্তব্য দেরিতে পড়লাম বলে দুঃখিত আমি।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১০
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে।
অফুরান শুভেচ্ছা রইল।