![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সমবেদনা
আমার কল্পনা হতে চেনা,
অনেক আগের মানা প্রেম তুমি
মনেতে গোপন তোমার বাসনা।
আদর্শ প্রেমের স্বপ্ন হতে
ইচ্ছে গুলো জড়িয়ে দু'হাতে,
মনের নীড়ে তোমার তাই
চাই পেতে আমি ঠাঁই।
জীবনের এক সুকঠিন আবিষ্কার হতে
প্রাণের মায়ায় চেনা সুখ তুমি,
থাকো গভীর আড়ালে শুধু -
তোমাকেই আমি জানি।
আমার তুমি প্রাণের সুপ্ত সঙ্গী
তোমার মাঝেই প্রেমের আমার অন্য দৃষ্টিভঙ্গি।
তোমার অনুপ্রেরণা
আমার সফল হবার সাধনা,
আমার দারুণ ইচ্ছে গুলো তুমি
তোমাতে সুখের আমার সূচনা।
বিরহ ব্যথার কষ্ট হতে
দুঃখ গুলো সরিয়ে দু'হাতে,
দু'জনে মিলে জীবনে তাই
সুখের একটি ঠিকানা গড়তে চাই।
১৮ ই মে, ২০১৯ দুপুর ১:৩৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রথম মন্তব্যে অনেক ভালো লাগা কাজ করেছে মনে। ধন্যবাদ।
২| ১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
মেঘ প্রিয় বালক বলেছেন: শুভকামনা রেখে গেলাম,আপনার সুখের ঠিকানার জন্য
২০ শে মে, ২০১৯ দুপুর ১:৫৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রত্যাশা আমারও অনেক......
আপনার প্রতিও রইল শুভকামনা ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৯ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।