নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

একাকিনী মেয়ে

২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৬



মেয়েটি ভাবতে ভালোবাসে।
ইচ্ছে পূরণের পিছে বহুদূর
বাসনাকুল হৃদয় তার
অনায়াসে পৌঁছে গেছে।
বৈধতা আসবে বলে
ভালোবাসার স্নিগ্ধ আঁচলে
ভালোবেসে সে ফেরারি মন বেঁধে রাখে।
আঁধারের কঠিন সংকটে
অনুভূতির খুব নিকটে
নিজেকে সে কষ্ট পেতে দেখে।
কিন্তু ব্যকুলতা তাকে
পারে না গ্রাস করতে।
অভিনয় কোনো নেই তার মাঝে,
বাস্তবতার কষ্টের প্রতি ঘাতে
জীবনের পরে তার অসময় নেমে আসে।
কিন্তু যায় না সে থেমে তবু
বাড়িয়ে দিয়ে রেখে দুবাহু
অসময়ের লগ্নে সে কষ্ট নিয়ে বাঁচে।
অভয়া প্রাণে গভীর ক্ষত তার
বাঁচবার দাওয়াই পাবার-
সঠিক উপায়টাও নেই তার জানা।
বেঁচে থাকার স্বপ্নের বৈধতা পেতেই শুধু
হয়েছে সে আজ কঠিন নিয়ম মানা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:৩৪

শরীফ বিন ঈসমাইল বলেছেন: সুন্দর প্রকাশ

২০ শে মে, ২০১৯ দুপুর ১:৪২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে। আপনার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

২| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:৩৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ছন্দমালার সঠিক মিল রেখেছেন কবিতার।

২০ শে মে, ২০১৯ দুপুর ১:৪৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: চেষ্টা করেছি......

ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন আমার পক্ষ থেকে।

৩| ২০ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২২ শে মে, ২০১৯ সকাল ৮:৩৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ।

৪| ২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

বলেছেন: অনবদ্য লেখনী ! কবিতা পাঠে একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

২২ শে মে, ২০১৯ সকাল ৮:৩৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আপনার প্রতিও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৫| ২০ শে মে, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: ্মনোমুগ্ধকর।

২২ শে মে, ২০১৯ সকাল ৮:৩৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ ☺।

৬| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:২৬

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

৭| ১৩ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.