![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবচেতন মনে আমার
বাড়ছে সংখ্যা তোমার।
অসংখ্য স্বপ্নের কাছে করে ঋণ,
বাড়ছে সংখ্যা তোমার প্রতিদিন।
তুমি স্বপ্ন হলে পরে,
প্রশান্তির মন পাওয়া যায়
অস্থিরতার যন্ত্রণা কমে যায়।
অপূর্ণ চাওয়ার ব্যর্থ অতীতকে ভুলে
নিজেকে আবার ফিরে পাওয়া যায়।
চেনাজানা স্বভাবের বেশে
তোমার স্বপ্নরা নেমে এসে
আমার চোখের মায়া হলে পরে,
তোমাকে আমার ভালোবাসা হয়ে যায়।
১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ অনেক দিন পর, কারণ ওয়াইফাই দিয়ে ব্লগে ঢুকা যাচ্ছিল না। পরে হঠ্যাৎ সিমকার্ডের ইন্টারনেটের মাধ্যমে ঢুকতে পেলাম।
মন্তব্য পেয়ে ভালো লাগছে। আগের মতো ভালো লাগছে অনেক। ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন ।
২| ১৩ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: চাওয়া পাওয়া গুলো কি অপূর্ণ থেকে যাবে? নাকি চেতন মনে একদিন সে ধরা দেবেই দেবে। মনের ধোঁয়াশা কেটে যাক।
কবিতায় ভালোলাগা।
শুভকামনা জানবেন।
১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আপনার প্রতিও।
আর সত্যিই হৃদয়ে অনেক আশা রয়েছে আমার। যেদিন সত্যিকারের বড় হবো
সেদিন চাওয়া গুলোতে পূর্ণতা পাবো আশাকরি।
৩| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চেতনাতে যে সে কথা বলা হয়না অবচেতনে সযতনেই বলা হয়ে থাকে প্রেয়সীকে মনের কথা। এখন প্রেয়সী সে বুঝলেই হলো।
১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মনটা যার সে তো বুঝবেই। সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগছে, ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: অনেক দিন পর---
খুব সুন্দর।