![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির খুব কাছেই নম্র সবুজ দেহ ঘাসের,
গভীর খুব সম্পর্ক রয়েছে দুজনের।
দেখলে তাকিয়ে-
চোখ দুটো যায় নিয়ে বহুদূর!
জীবন মধুর তবে মানুষের দেখি ভিন্ন,
বুকের তাদের একপাশে প্রেম
আর অন্য পাশে শূন্য।
নিরবতার মাঝেই,
জড়সড় খুব বিবাহিত সম্পর্কটা।
স্পষ্ট প্রশান্তি গুলোও
ছোট ছোট মুহূর্তের মাঝে বন্দী।
গভীর সম্পর্ক নয়,
একাকীত্ব দিয়েছে সেখানে করে অভ্যাসের সন্ধি ।
১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ , ধন্যবাদ ।
২| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৬
অর্থনীতিবিদ বলেছেন: সুন্দর। +
২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ। ☺
৩| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৬
আমিই মুসাফির বলেছেন: পরান জুড়াইয়া গেল
২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ☺☺
৪| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা নিবেন।
৫| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২২
সেজুতি_শিপু বলেছেন: একাকীত্ব অভ্যাসের সন্ধি করলে কাজটি ভালো হবে না মনে হয়। সম্পর্ক গভীর হোক বরং। শুভকামনা।
২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রত্যাশা আমারও তেমনই। ধন্যবাদ এবং শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: বেশতো।