![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথচলতি গাড়িতে কামনার দৃষ্টি
রূপবতী নারী, দারুণ হাসিতে মিষ্টি,
শত অসংখ্য বারের দেখা তেমনি নারীর কায়া
জাগিয়েছে বন্দী মনে প্রেমিকের বাসনার মায়া।
প্রেমের পরিতৃপ্তির ইচ্ছে
থাকে অপূরণ, বাসনাকে কেড়ে নিচ্ছে,
মধুর প্রতারণার বিরুদ্ধে পুরোপুরি সবার
নেই অভিযোগ তাই সময়টা বদলে যাবার।
কেউ মন ফিরে পাচ্ছে কেউ বা তার হারাচ্ছে মন
এভাবে চলে জীবন পথিকের একাকী এখন।
১১ ই মার্চ, ২০২০ ভোর ৬:৩৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একমত।
২| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।
১১ ই মার্চ, ২০২০ ভোর ৬:৪৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভালো লেগেছে এই স্নেহের এবং প্রশংসাপূর্ণ দৃষ্টি। এতদিন ভুলে ছিলাম অন্য এক জগতে।
৩| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:১৮
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, সুশোভন লেখা ।
১১ ই মার্চ, ২০২০ ভোর ৬:৪৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একটু আধটু চেষ্টা আরকি...
৪| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: একা চলাই ভালো।একা চলার মাধ্যমে একজন সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করা যায়।
১১ ই মার্চ, ২০২০ ভোর ৬:৪৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একমত।
৫| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালো লেগেছে এই স্নেহের এবং প্রশংসাপূর্ণ দৃষ্টি। এতদিন ভুলে ছিলাম অন্য এক জগতে।
কোন জগত??
আশা করি ভালো জগতেই ছিলেন।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
নারীর রূপ ভালো লাগার কথা সব সময়, এটা স্বাভাবিক