![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজাপতি গাছে গাছে পাতায় পাতায় যায় উরে
ছোটাছুটি দৃষ্টি জুড়ে,বসে সবুজ পাতার ঘরে ,
প্রজাপতি জাদু জানে,কাছে টেনে নেয় মন কেড়ে
চুপিচুপি গল্প করে, প্রেম হলে যায় চলে ফিরে ।
বৃষ্টি ভেজা মিষ্টি দিনে দল বেঁধে প্রজাপতি আসে
এলোমেলো বাতাসের গায়ে ভর দিয়ে ওরা ভাসে ,
বাগানের চারপাশে ফুলের উপরে এসে বসে
পিছু নেয় ভালোবেসে উরে বসে প্রেমীকার পাশে।
প্রজাপতি রাত চেনে না দিনের বেলা তাই আসে
সাদাকালো নয় তারা ভালোবাসে রঙ তাই নাচে,
ফুলে ফলে নেয় মজা আর সাথী হয়ে ওরা বাঁচে
পরের ক্ষতি করে না ওরা নেই কারো সাত পাঁচে।
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:২২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ ।
২| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:০১
নেওয়াজ আলি বলেছেন: অনন্য কাব্য চয়ন
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ ।
৩| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: চমতকার।
বহুদিন পর আপনার পোষ্ট পেলাম।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে