![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন যৌবন নেই আর
স্মৃতির মাঝে তোমার আছে তাই সুখ,
বিরহে বিমুখ এই প্রাণে আমার
তোমার নামে হয়েছে মরণ অসুখ।
স্মৃতির স্নিগ্ধ আঁচলে
তবুও রয়েছি জেগে বলে,
আমাকে একলা হতে না দেবার কথা ভেবে
একটা আমায় বিয়ে দিয়ে দাও ইচ্ছে হলে।
তোমার এই স্নেহের মাঝে
ছোট্ট নম্র জীবন আমার
একাকী তবু ক্লান্ত না হয়ে
রইবে হয়ে চির অনন্ত।
০২ রা জুন, ২০২১ সকাল ৮:২৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হাম্ম...
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিয়ার ব্যবস্থা করতাছি
০২ রা জুন, ২০২১ সকাল ৮:২৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হিহিহি......
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০২ রা জুন, ২০২১ সকাল ৮:২৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১০
এম ডি মুসা বলেছেন: দুঃখ পেলাম
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১২
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: বিয়ে দিলে কেবল শারিরীক একাকিত্বই গুচবে...