![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বুকের মধ্যে অভিশাপ,
ক্লান্তির পর অশান্ত হয়ে চুপচাপ
অবিরাম বাধ্যগত ভুলে বেঁচে আছি
হয়তো তোমায় ভালোবাসি।
তোমায় পাইনি প্রীয়া
বুঝেছি গোপনে তব সুপ্ত নম্র হিয়া,
মনের মাঝে আমার বাসনার কাছে
পেয়েছি বন্দী তোমার মায়া।
রোগাক্রান্ত যৌবনের আর
নেই আমার মনের মতো অনুভব,
সময়ের সাথে সাথে শুধু
হারিয়েছি নিজের গৌরব।
সুখের স্বপ্নেরা বুঝি কোনো মায়াবী জগত
যেমন মরা নদীর পাশের প্রাচীন জনপদ,
প্রাণ-প্রাচুর্যের সব গুলো সম্ভাবনা
হয়ে গেছে শেষ শুরু হতে না হতেই।
০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ জনাব।
২| ০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩২
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার
০২ রা জুন, ২০২১ সকাল ৮:১৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৭
নেয়ামুল নাহিদ বলেছেন: সুন্দর কবিতা। বুকে যেন কি বেজে ওঠে।
০২ রা জুন, ২০২১ সকাল ৮:১৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।