![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাই আমার তোমাকেই!
কথা দিয়ে ভুলে যেতে নেই,
ক্লান্তি, নিঃসঙ্গতা গেলে কেটে
রইবে অপূর্ণতা সাথেই।
অল্প জনমের পিছু হেঁটে
অল্প যৌবনে আমার এসে,
অপেক্ষা তোমার গাঢ় করে
অভিমানে ভালোবেসে আছে।
তবুও নেই দেখা তোমার!
যেন কোন নিষ্ঠুর বাঁধার
শর্তে আটকেছে মন,
অথচ নগ্ন আছে যৌবন।
তোমার পিছে যতটা ক্লান্তি
কিংবা দূরত্ব যতটা হবে,
ততটাই নষ্ট যাব হয়ে
একাকীত্ব স্পষ্ট করে রবে।
বিরহ ব্যথার কষ্ট গুলো
আপন নিমিষে করে নিবে,
প্রেমের স্বপ্নের কথা যতো
অযথা আমায় শাস্তি দিবে।
০৩ রা জুন, ২০২১ সকাল ৭:৪৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ জানাতে এলাম।
২| ০৩ রা জুন, ২০২১ রাত ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
আধুনিক আমলের প্রেমকে এক পক্ষ থেকে অনেক জোর করে প্রতিষ্ঠিত করার পক্ষে কবিরা?
০৩ রা জুন, ২০২১ সকাল ৭:৫৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: না, ঠিক তা নয়! জোর করা উপস্থাপন করেন আমাদের সমাজ। স্বার্থের দৃষ্টিকোণ থেকে তারা এমনটা করেন। আসলে প্রেমে বা বিয়েতে মানবতার বিরুদ্ধে যা কিছু ঘটে সেগুলোই এক পক্ষ থেকে জোর করে প্রতিষ্ঠিত করা ব্যপার। উপযুক্ত বা প্রিয় বা ন্যায্য কাউকে মিথ্যের দায়ে আটকে রাখে তার প্রাপ্য গুলোকে যদি উপস্থাপন করা হয় জোর করা তাহলে কথাটা ঠিক। কেননা প্রেম মিথ্যে নয়, এটি জোর করে বা এক পক্ষে হয় না।
৩| ০৩ রা জুন, ২০২১ সকাল ১১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
০৩ রা জুন, ২০২১ রাত ১০:৪৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ জানান দিচ্ছি....
৪| ০৩ রা জুন, ২০২১ সকাল ১১:৫৮
বৃষ্টি'র জল বলেছেন: সুন্দর লিখেছেন।
"তোমার পিছে যতটা ক্লান্তি....
....একাকীত্ব স্পষ্ট করে রবে" চারটি লাইন বেশ ভাল লেগেছে।
০৩ রা জুন, ২০২১ রাত ১০:৪৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ভাল কবিতা।