![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট প্রেমের কথা হয় না
কাছে মনের পাওয়া যায় না,
অনেক প্রিয় ভাবতে গিয়ে
হয়ে আপন থাকা যায় না।
হয়তো মন্দ স্বভাব আছে
তাই সে প্রেম রয় না কাছে,
অচিন কোন মায়ার পিছে
টানছে আমায় বেলা শেষে।
বেদনা তার হয় না মনে
মনটা যে তার বন্দী বনে,
স্বপ্ন মায়ের গড়তে গিয়ে
স্বপ্ন খুনের বন্যা আনে।
এখন সেটি বলা বারণ
অশ্রু ভেজা চোখের কারণ,
ছোট্ট প্রেমের মিথ্যে মায়ায়
পড়লে হবে ব্যর্থ জীবন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন। অনেক অনেক ধন্যবাদ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৫
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ছোট্ট প্রেমের মিথ্যে মায়ায় জড়ালেও ক্ষতি নেই !
ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০১
জগতারন বলেছেন:
সুন্দর !