![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনানন্দ দাশ একবার বলেছিলেন, "সকলেই কবি নয় কেউ কেউ কবি।" কথাটার তাৎপর্য আছে, কিন্তু এখনকার উত্তরাধুনিক যুগে আমরা কি আসলে পারি কবিকে আলাদা ভাবে চিহ্নিত করতে? এখনকার কবিরা করবেন কি? "হে দারিদ্র্য! তুমি মোরে করেছো মহান।" দারিদ্র্য ছাড়া কি কবি জন্মাবেন না? অনন্ত সুখের দেশ বেহেস্তে কবিদের কি পাওয়া যাবে না? কবিরা ভ্রান্তি ছড়িয়ে বেড়ান বলেই কি তারা রাষ্ট্রের বা শাসকগোষ্ঠীর অপ্রিয় হয়ে উঠেন?
কোরানের সুরা আস-শুয়ারাতে বর্ণিত আছে, "আমি কি তোমাদের জানাব, কাদের উপর শয়তানরা অবতরণ করে? তারা অবতীর্ন হয় প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর উপর। তারা শ্রুত কথা এনে দেয় আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী। বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে, তুমি কি দেখ না, যে তারা প্রত্যেক উপত্যকায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায় এবং এমন কথা বলে যা তারা করে না...(২৬-২২৪)"। প্লেটোর জ্ঞানরাজ্যেও কবিরা নেই, সোভিয়েট সমাজতন্ত্রের দেশেও ব্রডস্কিকে দেশ ছেড়ে পালাতে হয়, মায়াকোভস্কিকে আত্মহত্যার কথা ভাবতে হয়।
ব্রডস্কির একটা বিখ্যাত সংলাপ এখানে উদ্ধৃত করছি, এটা হলো ১৯৬৪ সালে যখন তাকে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে কাঠগড়ায় দাড়াতে হয়ে ছিলোঃ
বিচারকঃ মোটের উপর তোমার পেশা কি?
ব্রডস্কিঃ আমি একজন কবি এবং সাহিত্য অনুবাদক।
বিচারকঃ কে তোমাকে কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে? কে তোমাকে কবি পদে নিয়োগ দিয়েছে?
ব্রডস্কিঃ কেউ না। কে আমাকে মানুষ পদে নিয়োগ দিয়েছে?
বিচারকঃ তুমি এটা নিয়ে পড়ালেখা করেছো?
ব্রডস্কিঃ কোনটা নিয়ে?
বিচারকঃ কিভাবে কবি হতে হয়। তুমি তো হাই স্কুলও পাশ করতে পার নি, যেখানে প্রস্তুত করা হয়, যেখানে শেখানো হয়।
ব্রডস্কিঃ আমার মনে হয় না এটা কেউ স্কুল থেকে শিখতে পারে।
বিচারকঃ তাহলে কিভাবে?
ব্রডস্কিঃ আমার মনে হয় এটা আসে... ঈশ্বরের কাছ থেকে।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
স্বাক্ষর শতাব্দ বলেছেন: আজ্ঞে! কোটেশন ছাড়া কি দিমু, নিজে যে কিছু বলবো, জানি না তো কিছুই।
২| ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৫
হাসিব মাহমুদ বলেছেন:
সেইরকম পোস্ট । ব্লগের নতুন সেনসেশন রিফাত ভাইসাহেবের ভাল্লাগবে শিউর ।
একাধারে ,
জীবনানন্দ,
কাজী নজরুল,
আল কোরআন
প্লেটো
রাশান সমাজতন্ত্র
ব্রডস্কি
মায়কোভস্কি
সবার নাম উঠে এসেছে !
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৭
স্বাক্ষর শতাব্দ বলেছেন: @হাসিব ভাই, আপনারে আবর্জনা বলছে, কিছু বলবেন?
৩| ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৩
শাহবাজ বলেছেন: আপনি কি কম্পিউটারের স্টুডেন্ট ?
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৬
স্বাক্ষর শতাব্দ বলেছেন: হা, লিনাক্স লোগো দেখে বুঝলেন?
৪| ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৪
শাহবাজ বলেছেন: ব্লগের আবর্জনা হাসিব দেখি এখানেও মুখ দিসে
৫| ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৩
রিয়াজ শাহেদ বলেছেন: সব শালা কবি।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৫
স্বাক্ষর শতাব্দ বলেছেন: অসাধারণ বললেন ভাই সাহেব, আমি বাকরুদ্ধ! এর পর কি আর বলার থাকতে পারে?
৬| ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৪
রিয়াজ শাহেদ বলেছেন: ভাইসাহেব ওটি তো আমার কথা নয়, রফিক আজাদের কথা।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪১
স্বাক্ষর শতাব্দ বলেছেন: এটা কি উনি বিরিশিরি যাবার আগে বলেছেন না পরে?
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৩
স্বাক্ষর শতাব্দ বলেছেন: ঐ খানে যাবার পর উনি কেমন জানি বদলে গেছেন
৭| ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৯
রিয়াজ শাহেদ বলেছেন: আগে মনেহয়। জানিনা।
৮| ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০১
হাসিব মাহমুদ বলেছেন: সব ম্যাতকারের জবাব দিতে নাই @ স্বাক্ষর
৯| ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০১
সোনার বাংলা বলেছেন:
১. সবাই কবি নয় জীবনানন্দ ঠিকই বলেছে যেমনঃ হুমায়ূন আজাদ
২. দারিদ্র্য ছাড়া ও কেউ কেউ কবি হয় যেমনঃ রবি ঠাকুর, মাইকেল
তবে নজরুল হয়তো দারিদ্র্যের কারনই কবি হয়েছে।
৩. কোরানের সুরা আস-শুয়ারাতে বর্ণিত আছে, "আমি কি তোমাদের জানাব, কাদের উপর শয়তানরা অবতরণ করে? তারা অবতীর্ন হয় প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর উপর। তারা শ্রুত কথা এনে দেয় আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী। বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে, তুমি কি দেখ না, যে তারা প্রত্যেক উপত্যকায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায় এবং এমন কথা বলে যা তারা করে না...(২৬-২২৪)"।
>>> পবিত্র কোরানে তো আল্লাহ ঠিকই বলেছে। বলা হয়েছে প্রত্যেক
মিথ্যাবাদী এবং পাপাচারীর কথা...। মিথ্যবাদী ও পাপাচারিরা কিভাবে কবি হয়? তবে প্রগতিতে কিন্তু পাপা বা মিথ্যা বলতে কিছু নাই তাই তসলিমা নাসরিন ও লেখক, হুমায়ূন আজাদ ও কবি ইত্যাদি।
১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৪
স্বাক্ষর শতাব্দ বলেছেন: এখানে দারিদ্র্যের আরেকটি অর্থ খুঁজতে হবে, তা হলো সিস্টেমের সমস্যা
১০| ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৮
রিয়াজ শাহেদ বলেছেন: সোনার বাংলা এইডা কী কইলো আবার?! হুমায়ুন আজাদ কবিই নাআআআ??? ঐ শতাব্দ আমারে ধর।
১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৮
স্বাক্ষর শতাব্দ বলেছেন: ধরছি, হুমায়ুন আজাদ কবি না হইলে আমাদের দেশে কবির সংখ্যা নিয়েই প্রশ্ন থাকবে
১১| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৪
সিহাব চৌধুরী বলেছেন: আমার মনে হয় এটা আসে... ঈশ্বরের কাছ থেকে। যদি ঈশ্বর থেকে থাকেন, তবে এটি সত্যকথন বলে বিশ্বাস করি ।
ইসলামের কিছু দিক আমাকে আকর্ষণ করেনা, তার মধ্যে একটি, শিল্প বিমুখতা বা আবদ্ধতা । ভাবপ্রবণতাকে উৎসাহিত করা হয়নি ।
লেখা সেইরকম, আপ্নার জ্ঞান আধিক্যে নিজেকে মাঝে মাঝে বিন্দুবৎ মনে হয় ।
১২| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৫
সিহাব চৌধুরী বলেছেন:
টেনশান নিয়েন না রিয়াজ ভাই, সোনার বাংলা, নিজের নামের উপরে অপশব্দ আরোপিত আদিরসে সম্পৃক্ত গৌন অর্থকে আরো সংহত কইরা গেছেন । খিক খিক । @ রিয়াজ শাহেদ ।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১০
স্বাক্ষর শতাব্দ বলেছেন: এটা যদি সোনার বাংলা বুঝতো। খিক খিক
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩
মৈথুনানন্দ বলেছেন: এটা পড়ে সুবোধবাবুর একটা গপ্পের কথা মনে পড়ে গ্যালো - কোটেশ্ন ক্লাব!