![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
লুল পুরাই লুল:
আজ এক কান্ড হলো এক ড্যাম স্মার্ট এক মহিলা।
কানে তার প্যাচনো, হঠাৎ উত্তেজিত হয়ে পড়লো। মহিলাটির বয়স ৪০ ছুই ছুই হবে। তো মহিলা চিল্লায়া চিল্লা বলতাছে:
বদমাশ অফিসের নাম করে মাইয়া লইয়া হষ্টি নষ্টি করস!
আজ বাসায় আয় তোরে খাইছি। কোন মা'র পেটে জন্মাইছস আজ তোর জন্মের ইতিহাস পুনরায় বের করুম।
বাসের সব লোক তো হা করে মহিলার দিকে তাকিয়ে রইলো। ধুরু ধুরু বুকে সাহস নিয়ে বললাম আপা কোন সমস্যা।
ঐ যে জিন্সের প্যান্ট পড়া লোকটা দেখতাছেননা, হাতাকাটা কামিজ পড়া মেয়েটার কাধে হাত রেখে রাস্তা পার হচ্ছে, উনি আমার স্বামি। সকাল বেলা কইলো আজ অফিসে বহুত ব্যস্ততা, তাই ফিরতে রাত্র হবে। এখন দেহেন মাইয়া লইয়া ঘুরতাছে।
আমি তো টাস্কি ছেলেটার বয়স বেশি হলে কুড়ি কি বাইশ হবে। কিন্তু জিঙ্ঘাসা করার সাহস পাইলাম না, এতো বয়সের ব্যবধানে উনারা ক্যামনে বিয়ে করলেন।। মহিলা চলতি বাস থেকে তাড়াহুড়া করে নেমে তার স্বামীর পিছ ধরলো আর আমরা চিড়িয়ার মতো বাসের জানালা দিয়ে উকি মেরে মহিলাকে দেখতেছিলাম।
লুল পুরাই লুল।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
কামরুল হাসান ভুঞা বলেছেন: লুল পুরাই লুল
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮
মুক্তকণ্ঠ বলেছেন: শাহজাহান মুনির বলেছেন: লুল পুরাই লুল।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
কামরুল হাসান ভুঞা বলেছেন: লুল পুরাই লুল
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
কামরুল হাসান ভুঞা বলেছেন: লুল পুরাই লুল
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
দিশার বলেছেন: ভাই ই ঘটনার মূল কারণ আমাদের ধর্ম থেকে দুরে সরে যাওয়া। প্রকিত ধার্মিক শাসন থাকলে, ওই মেয়ে বরখা পরে থাকত, আর মহিলা তাহলে চিনতে পারত না মেয়ে টা কে, আপনারাও ওই মহিলার কন্ঠ শুনতে পেতেন না কারণ মহিলা থাকত আলাদা বাস য়ে .
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
কামরুল হাসান ভুঞা বলেছেন: ঠিক ঠিক
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
শুভ জািহদ বলেছেন: দিশার @ আপনার কথাই ঠিক। ধর্ম থেকে দূরে সরে যাওয়া। যেমন ধরেন স্বামী যে মেয়ের সাথে ঘুরতেছে সেই মেয়ে যদি পর্দানশীল হইত তবে স্বামী ওই মাইয়ার চেহারাই দেখতে না, প্রেম তো দূরের কথা। যার স্বামী তারই থাকত। ধর্ম থেকে দূরে সরে যাওয়াতেই আজ এই দশা।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
কামরুল হাসান ভুঞা বলেছেন: ঠিক ঠিক
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
কামরুল হাসান ভুঞা বলেছেন: ঠিক ঠিক
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪১
দিশার বলেছেন: @জাহিদ ভাই, আপনার কি ধারণা যে সব দেশ য়ে পর্দা প্রথা বাদ্ধতামুলুক সেখানে পরকিয়া হচ্ছে না ? যেমন সৌদি ?
৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩
ঢাকাইয়া০০৭ বলেছেন: @ দিশার: না ভাই, সৌদি আরবে পরকিয়া দূরের কথা..... প্রেমই সম্ভব নয়।
৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩
ঢাকাইয়া০০৭ বলেছেন: @ দিশার: না ভাই, সৌদি আরবে পরকিয়া দূরের কথা..... প্রেমই সম্ভব নয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
শাহজাহান মুনির বলেছেন: লুল পুরাই লুল।