![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
বেশ কয়েক বছর আগে কেবল ইন্টারমিডিয়েট পাশ করে শুভেচ্ছায় ভর্তি হলাম মেডিক্যাল কোচিং ‘র জন্য। প্রতিদিন নারায়নগঞ্জ থেকে ফার্মগেট কোচিং করতে আসি। তো একদিন বাড়ির পাশের এক চাচা আমাকে দেখে বললো”
কি রে কই যাস?
চাচা ঢাকায় যাই.......
ও.. কেন ঢাকায় কি কাজ?
মেডিক্যালে ভর্তি হমু তো.. তাই কোচিং করতে যাই
ওহ ইদানিং মেডিক্যালে ভর্তি হতে কোচিং করা লাগে না,,,
বাপের ক’টা টাকা হইছে তো খরচ করার জায়গা পাস না।
তুই ঢাকা মেডিক্যালে যাবি আমি একটা মাইয়্যার নাম্বার দিমু। এই মাইয়্যাডা আমার বোনের বাসায় সবুজবাগে থাকে। হেয় ঢাকা মেডিক্যালের নার্স। খুব বড় নার্স। তুই গেলেই তোরে একটা সিট দিয়া দিবে। যা ভর্তি হয়ে যেতে পারবি।
আমি মনে মনে কই বুইড়্যা কয় কি?
আরেকটা কথা......তোর আবার কি অসুখ হইলো .......শুনলাম না তো!
বুঝেন কোন দেশে থাকি। এ্ই কথায় আমি কি বলতে পারি। খালি কইলাম চাচায় যে কি কয় না!
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
কামরুল হাসান ভুঞা বলেছেন: চাচায় যে কি কয় না """""""""
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
কামরুল হাসান ভুঞা বলেছেন: চাচায় যে কি কয় না """""""""
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬
শিব্বির আহমেদ বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
কামরুল হাসান ভুঞা বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
কামরুল হাসান ভুঞা বলেছেন:
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯
শাকিল ১৭০৫ বলেছেন: চাচা মিয়া :#> :#>
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
কামরুল হাসান ভুঞা বলেছেন:
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১২
কামাল। আহমেদ বলেছেন: হাহাহা এইসপ কতা কি বানাইয়া বানাইয়া লেকেন না হাছা হাচাই?
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
সািহদা বলেছেন:
"""চাচায় যে কি কয় না"""