![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
প্রায় ৫ বছর পুর্বে পাকিস্তানের জনৈক মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন – সেদেশের মাদ্রাসা গুলোতে প্রতি বছর প্রায় ২ হাজারের মতো সমকামী ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই। পত্রিকায় প্রায়ই দেখা যায়, মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের কাছে শিশু-কিশোররা ধর্মীয় শিক্ষা নিতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হচ্ছে । আমার বিশ্বাস, সমগ্র দেশে জরিপ করা হলে এদেশেও প্রতিবছর ২/৩ হাজারের মতো সমকামীর ঘটনা পাওয়া যাবে। কোন জায়গায় এজাতীয় ঘটনা ঘটলে এলাকার লোকজন সংশ্লিষ্ট অপরাধীকে সামান্য শাস্তি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয় বটে; কিন্তু ওই ব্যক্তি অন্যত্র গির্য়ে যে একই অপকর্ম করছে না, এর নিশ্চয়তা কোথায় ! হেফাজতে ইসলাম কর্তৃক উথ্বাপিত ১৩ দফার দাবির মধ্যে চার ও পাঁচ নম্বর দাবিতে বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, নারী নীতি বাতিলের দাবী রয়েছে। কিন্তু কোথাও সমকামীর বিরুদ্ধে কিছু বলা হয়নি। কয়েকটি পশ্চিমা দেশে সমকামীতাকে আইনি বৈধতা দিলেও ইসলামী আইনে এটি জঘন্য অপরাধ হিসাবে স্বীকৃত। পবিত্র কোরআনে এই অপকর্মের কারণে লুত জাতি ধবংস হয়ে যাওয়ার কথা বলা আছে। শরিয়া আইনে এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রয়েছে। সরকারের উচিত হবে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতেই নয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যেন এ অপরাধ না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া । সেজন্য সর্বাগ্রে প্রয়োজন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একক স্থানীয় কর্তৃপক্ষের অধীনে নিয়ে আসা । সুত্র: মোশাররফ হোসেন মুসা- স্হানীয় সরকার বিষয়ক লেখক।
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২
কামরুল হাসান ভুঞা বলেছেন: ওকে আসলাম না। যান শান্তি পান।
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩
মো কবির বলেছেন: নিয়েল হিমু, একদম সত্য।
ইনি মনে হয় একটু ঘাপ্টা মারা লোক। আপনারে কে কইল আমাগো দেশেও এই সব অকাম হয়, আপনিও ওদের সাথে এই সব আকাম করে এসেছেন নাকি
ঐসব বাদ দিয়া আগে নিজেরে ঠিক করেন মিয়া।
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
কামরুল হাসান ভুঞা বলেছেন: আপনি মনে হয় চান্দের দেশে থাকেন। লুল।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
পুংটা বলেছেন: পোয়াখোর মোল্লা
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
কামরুল হাসান ভুঞা বলেছেন: পোয়া খোর মোল্লা
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
মুহসিন বলেছেন: গে বা লেসবিয়ান বা ধর্ষণ ইত্যাদি অপরাধে বাংলাদেশের আইন এবং তার প্রয়োগ আরো কঠোরতর হওয়া উচিৎ।
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
কামরুল হাসান ভুঞা বলেছেন: ইয়েস আইনের প্রয়োগ কঠোর হওয়া উচিৎ।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
পথহারা সৈকত বলেছেন: আপনার কি কারও প্রতি অভিযোগ আছে........?
থাকলে সরাসরি বলেন.....
খেমটা নেওয়ার কি মানে.......?
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
কামরুল হাসান ভুঞা বলেছেন: আপনি মনে হয় ঔ লাইনের লোক।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
সজল কির্ত্তনিয়া বলেছেন: দাদা কি কখনো কোন মাদ্রাসার শিক্ষকের দ্বার সমকমিতার শিকার হয়েছিলেন?
আপনি বলেছেন "সমকামী মাদ্রাসার শিক্ষকদের বিচারের আওতায় আনতে হবে" - ভালো, ভালো
আরেকটি কথা, আপনি কি অন্য সমকামিদের ব্যাপারে সহনশীল?
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
কামরুল হাসান ভুঞা বলেছেন: আপনে ই না কইলাম আপনি সমকামিতার স্বিকার হইছেন এইজন্যই তো এ পোষ্টটা দিলাম। ভুলে গেলেন নাকি।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
ল্যাটিচুড বলেছেন: চেহারায় কয় হালায়, পুটু মারা খাইছে ..........
আফ সু স ........................
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
কামরুল হাসান ভুঞা বলেছেন: হু .. আপনেরে দেখলেই তো ঔ ধরনের আজিব চিজ মনে হয়। )
৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫
শাহীন ভূইঁয়া বলেছেন: উপরের কিছু মন্তব্যকারীগণকে দেখলাম এই বিষয় নিয়ে লেখার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করেছেন বুঝলাম না উনাদের কী সফট কর্ণার আছে সমকামীতায়? সে দিন ট্রেনের একই কম্পার্টমেন্টের এক সহযাত্রী পেশায় মাদ্রাসার শিক্ষক উনি বল্লেন আমাদের দেশে মাদ্রাসায় যে পরিমাণ সমকামিতা ঘটে তা কেউ জানতে পারে না । বকা ঝকা শাস্তিতেই ভেতরেই শেষ হয়ে যায় । উনি বল্লেন হেফাজতীদের ১৩ দফায় এই বিষয়টি কেন উঠে এলো না ...........? উনি বললেন আমাদের দেশে সব আধা ইসলাম উন ইসলামের সংখ্যাটাই বেশী । আরো বললেন যে মসজিদের মাইক দিয়ে নামাজের জন্য ডাকা হয় সেই মসজিদের মাইক এখন কী কাজে তারা ব্যবহার করছে .........................ভাই বলার যায়গা নেই ....কার কাছে বলবো.............................লেখক ভাইকে বলবো দেখেন আপনার মন্তব্য তালিকায় কোন হেফাজতী ভাই এটি আবার সমর্থন করছেন কী না ?ধন্যবাদ বিষয়টি উত্থাপন করার জন্যে ।
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
কামরুল হাসান ভুঞা বলেছেন: Don't mind pls..they are all of experienced guys and homo.
৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২
বাধা মানিনা বলেছেন: জেনে নিন সমকামিতার ভয়ন্কর কয়েকটি খারাপ প্রভাব (সব বয়সীদের অবশ্য পাঠ্য)
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
কামরুল হাসান ভুঞা বলেছেন: thnx
১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
লিঙ্কনহুসাইন বলেছেন: রাজাকারের বিচার চাওয়াতেই এতো কিছু :/ আর এই মোল্লাদের বিচার চাইলে তোঁ কিয়ামত হইয়া যাইবো
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
কামরুল হাসান ভুঞা বলেছেন: truth on the surface
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
লিঙ্কনহুসাইন বলেছেন: রাজাকারের বিচার চাওয়াতেই এতো কিছু :/ আর এই মোল্লাদের বিচার চাইলে তোঁ কিয়ামত হইয়া যাইবো
১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
সজল কির্ত্তনিয়া বলেছেন: @ শাহীন ভূইয়া, ভাই মনেহয় আমার কমেন্টে মাইন্ড খাইছেন? কেন ?
শোনেন - বিষয়টি নিয়া তুছ্ছ তাছিল্ল করি নাই, খুব সিরিয়াস নিয়েছি -
সমস্যা হল পোষ্ট দাতা এবং আপনার মত আবালরা জানেনা যে, বাংলাদেশর বর্তমান দন্ড বিধিতেই সমকমিতার বিচার সম্ভব এর জন্য আলাদা করে মাদ্রাসার শিক্ষক, মন্দিরের পুরোহিত অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা আপনাদের জন্য আলাদা আইনের প্রয়োজন নাই।
তবে - আপনাদের ব্যাপারে আমি সত্যিই উদ্বিগ্ন , কারণ আজ আপনার - সহযাত্রী পেশায় মাদ্রাসার শিক্ষক - সমকামিতার গল্প করছে, কাল আপনার সহযাত্রী বাদাম ওয়ালা আপনার সাথে সমকামিতা করতে চাইবে।
সুতারাং এসব গল্প থেকে দুরে থাকুন।
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
কামরুল হাসান ভুঞা বলেছেন: Pls don't attack any person because you have no right to do ashameful works.
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: মুহসিন বলেছেন: গে বা লেসবিয়ান বা ধর্ষণ ইত্যাদি অপরাধে বাংলাদেশের আইন এবং তার প্রয়োগ আরো কঠোরতর হওয়া উচিৎ।
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
কামরুল হাসান ভুঞা বলেছেন: yes we have existing laws but it needs to be implementation on the proper way..thanks
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩
অগ্নি সারথি বলেছেন: চার ও পাঁচ নম্বর দাবিতে বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, নারী নীতি বাতিলের দাবী রয়েছে। কিন্তু কোথাও সমকামীর বিরুদ্ধে কিছু বলা হয়নি।
খিকজ। কেমনে?
সমকামী চাইবো সমকামের বিচার!!!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
নিয়েল হিমু বলেছেন: ভাইরে রাজাকারের ফাঁসিটা আগে আদায় করতে দেন । কৈ থিকা এমনেই বাম হাত চালাইতেছে এক হেফাজতী আবার এখন আপনেরাও আইসেন না পিলিজ লাগে