![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
মি: প্রেসিডেন্ট, হ্যা আপনাকেই বলছি। বাংলাদেশের ২০তম প্রেসিডেন্টতো আপনি হচ্ছেন নাকি! ওয়ার্ম কনগ্রাচুলেশন।। উদার মাইন্ডেড, নিরপেক্ষ, সুশীল, স্পষ্টবাদি, ক্ষেপে লেগে রেগে যান, আবার নিজেই নিজের রাগ প্রশমন করেন।। গল্পপটু, রসিক, পুরোদস্তুর রাজনীতিক, সাদামাটা, নিরাহংকার, প্রানোচ্ছল, যথেষ্ট বুদ্ধিমান ইত্যাদি যতো গুন আছে সবই আপনার।। স্যালুট, স্যার।। দেশ একজন চতুর ও বহুমাত্রিক গুনের অধিকারী রাষ্ট্রপতি পেতে যাচ্ছে।। সুস্বাস্হ্য ও মঙ্গল কামনা করছি আর সেই সাথে বিতর্ক যেন আপনাকে ছুতে না পারে তাও বলে রাখছি।।
১৯৯৬ সালের সংসদে প্রশ্নোত্তর পর্বের একটা ঘটনা মনে পড়ছে। সেই সময় আওয়ামী এমপি ড: হামিদা বানু শোভা, তার নির্বাচনী এলাকা পঞ্ঝগড়ের বোদা থানার পানি ক্রাইসিস নিয়ে সংসদে বলতে ছিলেন:" মাননী স্পিকার আপনি জানেন আমার নির্বাচনী এলাকা বোদা'য় পানি নাই"।
উত্তরে স্পিকার সাহেব বলেছিলেন" মাননী সংসদ সদস্য আপনি উত্তেজিত হবেন না খুব শীঘ্রই আপনার বোদা'য় পানির ব্যবস্হা করা হবে"। এ কথা শুনে সংসদে হাসির রোল পড়েছিল।
জ্বি আজকের প্রেসিডেন্ট সেই মহারসিক স্পিকার।। সদ্য হাস্যজ্জ্বল।। এ মানুষটার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।।
২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কনগ্রাচুলেশন মিঃ প্রেসিডেন্ট।
দেশের জন্য কিছু করার যে সুযোগ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আশা করি দেশ ও দশের মঙ্গলের জন্য তা যথাযথ ও পরিপূর্ণ ভাবে কাজে লাগিয়ে ইতিহাসে উত্তম কীর্তির অমরত্ব লাভ করতে সচেষ্ট থাকবেন।
বড় আশায় আছে জনতা। কেউ একজন মসীহার ভুশিকা নেবে!
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কেউ একজন মসীহার ভুমিকা নেবে!!!
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১
মাহমুদুর রাহমান বলেছেন: আশা তো ওনেক করি .... এ যে আবার কয়টা খুনিরে বাচায় :!>
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
বিপ্লব06 বলেছেন: কনগ্রাচুলেশন মিঃ প্রেসিডেন্ট। গুড লাক!!!