নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

*********** মহা আলোডন সৃষ্টিকারী দেশের আকাশ বাতাস তোলপাড় করা মহান বাণি এখন একযোগে সারাদেশে চলিতেছে****************************************

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

*********** মহা আলোডন সৃষ্টিকারী দেশের আকাশ বাতাস তোলপাড় করা মহান বাণি এখন একযোগে সারাদেশে চলিতেছে****************************************



অনেক দিন পর মন্ত্রীমহোদয় নিজেকে স্টার স্টার লাগছে।। চিরাচরিত সেই মুচকি মার্কা হাসি মুখে নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে জনাব উপস্হিত হলেন। কলিং বেল বাজালেন।।

পিয়ন ছুটে এলো “স্যার কিছু লাগবে হিহিহি”

যা পানি নিয়ে আয় খালি হিহিহি।।

যথারীতি পানি দিয়ে যাওয়ার সময়ও পিয়নটি হিহিহি করতে লাগলো।।

এরপর তার পিএসকে ডাকলেন “ পিএস আগে থেকেই প্র্যাকটিস করছে যাতে বসের সামনে হিহিহি হাসি না বের হয়” অনেকক্ষন দেশ ও জাতির গুরুত্বপুর্ণ ফাইল নিয়ে আলাপ আলোচনার পর যখন পিএস চেয়ার থেকে উঠে দাড়ালো তখন আর তার হাসি ধরে রাখতে পারলেননা “ হেসেই দিলেন হিহিহি””

মন্ত্রী কিছুটা দ্বিধান্বিত এখানে অফিসিয়াল ব্যাপারে কথাবার্তা চলছে “ হিহিহি আসেলো কোথা থেকে”।

এরপর সচিব মহোদয়কে ডাকলেন “ সচিব অনেক গুরু গম্ভীর কথা টথা বলে মন্ত্রীর রুম থেকে বের হওয়ার সময় হিহিহি করে হেসে দিলেন”

এবার মন্ত্রী মহোদয় তার ড্রাইভারকে ফোন দিলেন “ ড্রাইভার ফোন ধরে কোন কথা না বলে হিহিহি করতে থাকলেন” মন্ত্রী বেচারাতো পড়ছে মহা ফাপড়ে।।

এবার মন্ত্রী মহোদয় ক্ষেপে গেলেন।। তার দপ্তরের সব কমকর্তা কর্মচারীদের ডেকে মিটিং করলেন।। কেউ কোন কথা না বলেই হিহিহি করে হেসে দিল।। মন্ত্রী ক্ষেপে গিয়ে সচিবকে আলাদা রুমে ডেকে নিয়ে বললো “ আচ্ছা সকাল থেকেই আপনারা হিহিহি করতাছেন ক্যান” ব্যাপারটা কি?

সচিব হিহিহি করতে করতে বললো “ না স্যার হিহিহি কোন ব্যাপার নাই হিহিহি।। কাল যা কইলেন না... হরতালকারীরা পিলার ধরে হিহিহি নাড়াচাড়া হিহিহিহি করার কারনে হিহিহি বিল্ডিংটা ধসে পড়েছে হিহিহি” এটা আমাদের মনে খুব হিহিহি ধরেছে হিহহিহি। এ্জন্য আমরা হিহিহি করতাছি।।

যাওয়ার সময় স্যার শুধু আমরা না পুরোদেশের মানুষ এখন হিহিহিহি করতাছে।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৩

এম এম কামাল ৭৭ বলেছেন:
স্যার শুধু আমরা না পুরোদেশের মানুষ এখন হিহিহিহি করতাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.