![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
An Idea can change life
অনেকদিন আগে সিটি ব্যাংকের একটা টিভি বিঙ্ঘাপনে দেখিয়েছিল টাকার বিভিন্ন রুপ ও ব্যবহার। এই ধরুন, একজন জেলে লুঙ্গির গিট্রায় গুজে রাখা টাকা কিংবা বাসের হেলপারের দুই আঙ্গুলের চিপায় রাখা টাকা । এখনতো আবার যুগ পাল্টিয়েছে ভার্চুয়াল টাকার ব্যবহার বাড়ছে। ভার্চুয়াল টাকাকে বলে নিরাপদ টাকা। অর্থাৎ এ টাকা হ্যাক বা চুরি হয়ে যাওয়ার সম্ভবনা নিতান্তই গৌণ। ব্যাংকিং সেক্টরগুলো বেশ সাহসি হয়েছে রাস্তার পাশে ব্যুথ তৈরি করে টাকা ফেলে রেখে যাচ্ছে। কিন্তু টাকা রকমফের হচ্ছেনা। অর্থাৎ চুরি বা ডাকাতি হচ্ছেনা। যদিও রাজনৈতিক সভাসমাবেশের নামে কিছু র্দুবৃত্ত প্রায়ই ব্যুথ ভেঙ্গে টাকা চুরির ধান্দায় থাকে কিন্তু তারা অবৈঙ্ঘানিক হওয়ায় তা পারনো। কারণ ব্যুথে সুইফট কোড থাকে যা ভাঙ্গতে পারলেই টাকা বের করা সম্ভব।
....
.
.
.
যাই হোক এসব গুরু গম্ভির কথা বলার জন্য বসিনি। বসেছি একটা সিরিয়াস বিষযে কথা বলার জন্য। এখন যদি কেউ ধ্বংসাত্নক কার্যকালাপ চালায় চায়ের দোকান বাড়ি ঘরে আগুন কিংবা কাউকে খুন করে তবে সেটা কিন্তু সমাজ রাষ্ট্র কিংবা আন্তর্জাতিকভাবে বেশ চোখে পড়ে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বেশ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এর পেছনে কারণ আমাদের অনেকেরই অজানা। কম্পিউটার প্রকৌশলী বা হ্যাকাররা আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের কোড ভেঙ্গে মাল্টি বিলিয়ন ডলার অন্যদেশে ট্রান্সফার করে নিয়েছে। দ্বিতীয় তারা সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েব সাইটে ঢুকে গুরুত্বপুর্ণ সব নথিপত্র মুছে দিয়েছে। যাতে আমেরিকার ক্ষতি হয়ে কয়েকশ বিলিয়ন ডলার। তাই যেহেতু যুগ চেঞ্জ হচ্ছে তাই বাংলাদেশের রাজনীতিবিদদেরও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। এসব হরতাল অবরোধ একদম সেকেলের হয়ে গেছে। এতে সাধারন মানুষের প্রত্যক্ষ ক্ষতি ছাড়া অন্য কিছু নেই। বিরোধিদলকে এমন কিছু করতে হবে যাতে সরকারের ক্ষতি হয়; জনগণ আরামে থাকে। জাস্ট আইডিয়া দরকার রাজনীতিতে।।
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:১১
কামরুল হাসান ভুঞা বলেছেন: OK no objection Boss..you can upload it, you can change it cause you have the right cause its a public property
২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৪২
মাসুম আহমদ ১৪ বলেছেন: সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বেশ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এর পেছনে কারণ আমাদের অনেকেরই অজানা। কম্পিউটার প্রকৌশলী বা হ্যাকাররা আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের কোড ভেঙ্গে মাল্টি বিলিয়ন ডলার অন্যদেশে ট্রান্সফার করে নিয়েছে। দ্বিতীয় তারা সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েব সাইটে ঢুকে গুরুত্বপুর্ণ সব নথিপত্র মুছে দিয়েছে
এটার তথ্যসুত্রটা একটু দেনতো প্লিজ!
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩
কামরুল হাসান ভুঞা বলেছেন:
৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৪৫
বাধা মানিনা বলেছেন: আরে ঠিকই তো....
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩
কামরুল হাসান ভুঞা বলেছেন: আরে ঠিক তো।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩৩
দক্ষিনা মলয় বলেছেন: Boss, I like this article so I am going to share this article in my FB. I hope You should not angry with me for share in FB.
Thanks