![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
দুই বন্ধুর কথা হচ্ছে:
এক বন্ধু আরেক বন্ধুরে বলে আচ্ছা কতো দেখি আসমানের তারা ক'টা
দ্বিতীয় বন্ধুতো পড়ছে ফাপড়ে " হালায় কয় কি তারা ক'টা এটা কমু ক্যামনে?
ওকে দোস্ত পারলামনা... তুই কয়ে দে'
আরে গাধা এইটা পারলিনা আকাশে মোট তারার সংখ্যা ১৫০০০।
হে এইড্যা হইলো কিছু?
বিশ্বাস না হয় তুই গুনে দেখ।।
২. দুই গাজাখোর গাজা খেয়ে টাল, একজন আরেকজনকে জিগায় " আচ্ছা বন্ধু ক'তো দেখি সখিনা যদি তোর প্রেমিকা হয় হের ভাইয়ের শালি আমার কি হয়?
দোস্ত এতো কঠিন প্রশ্ন করিসনা, সহজ প্রশ্ন কর।
আচ্ছা যা আরো সহজ প্রশ্ন করি" আচ্ছা যে দেশে মানুষ নাই সেই দেশে তুই গেলে কি করবি"
হা দোস্ত এইডা অনেক সহজ, আমি খালি গাজা খামু।
এইবার দুই গাজাখোর নেশার তালে তালে রাস্তা দিয়ে হাটছে " তো নাইট পুলিশ দেখে একজন বলে এই পুলিশটার পকেটে নিশ্চয় একটা পুটলা পাওয়া যাবে। চল তার পকেটে হাত দেই।
যেই পুলিশের কাছে গেছে " ঐ তোরা কি নেশা করছোস"
হ পুলিশ ভাই... আরেকট পুরি দেন এইবার খাইয়া জীবনে আর খামুনা।
3. দুই বান্ধবি ছন্দের তালে তালে
আচ্ছা সই " তুই কি ১,২,৩ কইতে পারবি"
হ.... ১,,২,৩
আজ নাকি তোর বিয়ের দিন।
বান্ধবিতো মহাক্ষ্যাপা... এবার অপর বান্ধবিরে জিগায় আচ্ছা কতো "পান পাতা"
বান্ধবি তো সহজ সরলভাবে বললো "পান পাতা"
আজ নাকি তোর বিয়ের কথাবার্তা।
today is suffice until these jokes.
২| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৩১
নীল-দর্পণ বলেছেন:
৩| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: হাসতে চেস্টা করেছি কিন্তু হাসি আসে নাই
৪| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭
এ জাফর বলেছেন: মোটামুটি ।
৫| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫৮
মাক্স বলেছেন:
৬| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:০৬
জহির উদদীন বলেছেন: সে অনেক বছর আগের কথা। আমেরিকা আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলছে। দুই দেশের সেনারাই বাংকারে লুকিয়ে থেকে যুদ্ধ করছে। ফলে কারো গায়েই গুলি লাগছে না। তো এভাবে চলতে চলতেই বাংলাদেশি সেনারা একটা বুদ্ধি বের করলো....
তাদের মধ্য থেকে একজন আমেরিকান সেনাদের উদ্দেশ্যে বলল, 'ওই তদের মধ্যে জন কে রে?'
আমেরিকান বাংকার থেকে একজন বেরিয়ে এসে বলল, 'আমি জন!'
বাংলাদেশিরা তাকে গুলি করে মেরে ফেলল...
তারপর আবার ডাক দিলো, 'ওই স্মিথ আছস?'
আরেকজন আমেরিকান জবাব
দিল, 'আছি!'
তাকেও গুলি করে মেরে ফেলা হলো...
এবার আমেরিকানরা চিন্তায় পরে গেলো। তারা ভেবে দেখল বাংলাদেশিদের সাথে বুদ্ধিতে পারা যাবে না। তাই তারা ঠিক করলো তাদের বুদ্ধি দিয়েই তাদের ঘায়েল করবে। এবার এক আমেরিকান সেনা চেচিয়ে উঠল, 'ওই মোখলেস আছস নাকি?'
বাংলাদেশি সেনারা বুঝল তাদের
বুদ্ধি ধরা খেয়ে গেছে। তাই তারা নতুন বুদ্ধি বের করলো। পাল্টা চেচিয়ে বলল,'ওই মোখলেস রে ডাকসে কেডা রে?!'
আমেরিকানটি বেরিয়ে এসে বলল, 'আমি ডাকসি!!'
তারপর ??
.
.
.
.
তারপর তাকেও গুলি করে মেরে ফেলা হলো!!! এভাবে বাংলাদেশীরা যুদ্ধে জিতে গেল.....
৭| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩
বাকপটু বলেছেন:
লাস্টেরটা দেখে অনেক কিছুই মনে পড়ে গেলো
৮| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪
ৎায়ইাবুর বলেছেন: জনাব আপনার কৌতুক গুলোর মর্মোদ্ধার করতে না পারায় আমায় ক্ষমা করতে আপনার মর্জি হয়
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:০৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কি বুঝাইতে চাইলেন........