![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
আজ তৃতীয় মাত্রায় সাদেক হোসেন খোকার বক্তব্য শুনতে শুনতে প্রায় ঘুমে ধরে গিয়েছিল। কতো সাবলীলভাবে যে মানুষ মিথ্যা বলতে পারে। হেফাজতের ১৩ দফার প্রতি তার দলের পুর্ণ সমর্থনকে অস্বিকার করে বসলো। হেফাজতের অবরোধ নাকি শান্তিপুর্ণ ছিল? রাজনৈতিক নেতাদের কাছে শান্তি শব্দের অর্থ যদি জ্বালাও পোড়াও হয় তাহলেতো কিছু বলার নেই। মিডিয়ার কল্যাণে সারা দুনিয়ার মানুষ দেখেছে হেফাজতের শান্তির নমুনা! শাহবাগের আন্দোলন সম্পর্কে ওনার মুল্যায়ন দেখে আমি বিস্মিত হয়েছি। অতচ এই সাদেক হোসেন খোকাই কিন্তু শাহবাগের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। এখন উনি বলছেন ' না কেন শাহবাগের আন্দোলন হলো এটাতো দেশবাসি জানে, সরকারের মদদে, বাইরের শক্তির পরোক্ষ সহযোগীতায়, শাহবাগে কারা খাবার দিয়েছে ইত্যাদি ইনিয়ে বিনিয়ে যা খুশি বললেন।।
তৃতীয়মাত্রার উপস্হাপক শেষে দুই দলকে এমনভাবে বাশ দিলেন। অসাম। যখন উপস্হাপক আওয়ামীলীগের বদনাম করতে ছিলেন তখন সে কি হাসি খোকাবাবুর? কিন্তু পরক্ষনে যখন উপস্হাপক বিএনপি'র দুর্নীতির বরপুত্র নিয়ে নছিয়ত করতে থাকলেন তখণ খোকাবাবুর চেহারায় যেন আসমানের কালো মেঘ ভর করেছিল।
আসল কথা সত্য কথা বড়ই তিতা । আর অন্যের বদনাম করতে ও শুনতে আমাদের অনেকেরই বেশ ভালো লাগে।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৩০
নন্দনপুরী বলেছেন: বিএনপির মোধ্যে মিথ্যার পরিমানটা একটু বেশীই..........