নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

পোকা খাওয়া ইলেকশন

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

সিপিবির মুজাহিদুল ইসলাম ভাই বলেছেন দশম নির্বাচন নাকি পোকায় খাওয়া নির্বাচন।।

তো আমি উনাকে বললাম " সেলিম ভাই কি পোকায় খেলো এ নির্বাচনটা"

উনি মুচকি হেসে চলে গেলেন।।

ভাই কন, কি আজব দুনিয়া নির্বাচনও নাকি পোকায় খায়।।

একজন ছড়াকার সাদেক হোসেন খোকা যেইবার ঢাকার মেয়র হলেন মানে নির্বাচিত হলেন, তার কিছুদিন পর সিটি কর্পোরেশনের বড় একটা টেন্ডার নিয়ে টুন্ডা আর লুলার সাথে বেশ জামেলা পাকালো, তখন ঐ ছড়াকার লিখলেন:

পোকায় খায়

খোকায় খায়

বোকায় খায়

মুকসেদ খায়

বেহায়ায় খায়

টুন্ডায় খায়

লুলায় খায়।।

আমি তো তাজ্জব হয়ে গেলাম।। পরে ভাগ্যক্রমে আজিজ মার্কেটে সেই ছড়াকারের সাথে দেখা হলে এ ছড়া নিয়ে প্রশ্ন করতে উনি জবাব দিলেন

' টেন্ডার নিয়ে যারা গোলাগুলি করছিল এ ছড়ায় তাদের সবার নামই দেয়া আছে। মাথা খাটান পেয়ে যাবেন।।

যাই ই হোক মাথা খাটানোর মতো মাথা নাই তাই ঘামাই নাই।। এবার সেলিম ভাইয়ের পোকা খাওয়া ইলেকশনের কথা শুনে আমার কি যে :D

পাইলো কে জানে মন কেন এতো :-/ এ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

পথহারা নাবিক বলেছেন: এই নির্বাচনের মতো স্বচ্ছ , নিরপেক্ষ, এক চেটিয়া নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.